Advertisement
Advertisement

হাসিনা ও শর্মিলাকে ডি-লিট দেবে নজরুল বিশ্ববিদ্যালয়

১৯ বছর পর আসানসোলে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

Kazi Nazrul University to confer D.Ltt on Sheikh Hasina, Sharmila Tagore
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 9, 2018 11:43 am
  • Updated:May 9, 2018 12:10 pm  

চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ডি-লিট’ সম্মান দেবে আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে ডি-লিট সম্মান দেওয়া হবে  বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে। ওই বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে ডিএসসি ডিগ্রি সম্মান দেওয়া হবে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের বিশিষ্ট বিজ্ঞানী এস এম ইউসুফকে। ওইদিন থাকছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য কেশরীনাথ ত্রিপাঠী। থাকবেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই বাংলাদেশ হাইকমিশনারের একটি দল কলকাতায় এসেছিল। তারা খোঁজখবর নিয়ে গিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী জানান, রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি সোমবার দেখা করেছেন। বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণের চিঠি পাঠানো হয়েছে।

[হুকিংয়ের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যু, বনগাঁয় ঝড়ের দাপটে জখম ৩]

Advertisement

কাজি নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আগামী ২৬ মে বিশেষ সমাবর্তন উৎসবের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সাধন চক্রবর্তী বলেন, ‘‘২৬ মে সকালে এই সমাবর্তন উৎসব শুরু হবে। প্রথম পর্বে থাকবে বিশেষ সমাবর্তন। এই অনুষ্ঠানে শেখ হাসিনা-সহ তিন গুণীকে সম্মানিত করা হবে। দ্বিতীয় পর্যায়ে ২০ জন স্বর্ণপদকপ্রাপ্ত কৃতী পড়ুয়াকে সম্মান প্রদান করা হবে। ওই পর্বেই সাড়ে চারশো ছাত্রছাত্রীকে ডিগ্রি দেওয়া হবে।”  তিনি আরও বলেন, ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও অভিনেত্রী শর্মিলা ঠাকুর এ বিষয়ে সম্মতি জানিয়েছেন৷ গত বছর বিশিষ্ট ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ও বাংলাদেশের বিশিষ্ট লেখক-অধ্যাপক আনিসুজ্জামানকে ডি-লিট উপাধি দেওয়া হয়েছিল৷ জানা গিয়েছে, ২৫ মে শেখ হাসিনা শান্তিনিকেতনে যাবেন। সেখানে তিনি বিশ্বভারতী চত্বরে নির্মিত বাংলাদেশ ভবনের উদ্বোধন করবেন।

[মহেশতলায় বিজেপি প্রার্থী প্রাক্তন সিবিআই কর্তা সুজিত ঘোষ]

প্রসঙ্গত, ১৯ বছর পর আসানসোলে আসবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগে কাজী নজরুলের শততম জন্মবার্ষিকীতে কবির জন্মভিটা চুরুলিয়ায় তিনি এসেছিলেন। এদিন বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের জন্মদিবস, তাই আসানসোলের অনুষ্ঠান শেষে হাসিনা ফের চুরুলিয়া যেতে পারেন বলে জানা গিয়েছে।

শর্মিলা ঠাকুরের শৈশব কেটেছে আসানসোলে। তিনি আসানসোল লরেটো কনভেন্টের ছাত্রী ছিলেন। তাই বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান হলেও আসানসোল কনভেন্টের শিক্ষক-শিক্ষিকা, পড়ুয়াদের মধ্যে শর্মিলা ঠাকুরকে নিয়ে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সম্পাদক আদর্শ শর্মা বলেন, “বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন উৎসবে আসছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। বাংলাদেশের প্রধানমন্ত্রী, বলিউড লেজেন্ড, ভাবা অ্যাটমিকের বিজ্ঞানী। সব মিলিয়ে অনুষ্ঠানটি ব্যাপক সাড়া ফেলবে বলে মনে হয়।”

[ই-মনোনয়ন গ্রহণের নির্দেশ আদালতের, জেলা পরিষদের ২০টি আসনে ভোটের সম্ভাবনা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement