Advertisement
Advertisement

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ফেসবুকে মা ও মেয়ের অশ্লীল ছবি পোস্ট যুবকের

হোয়াটসঅ্যাপে হুমকিও দিত অভিযুক্ত।

Katwa: Youth posts morphed photo of minor in social media, held

ছবি: জয়ন্ত দাস

Published by: Tanumoy Ghosal
  • Posted:September 2, 2018 3:14 pm
  • Updated:September 2, 2018 3:14 pm  

ধীমান রায়, কাটোয়া: প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে মেয়ে৷ কিন্তু, রেহাই পেলেন না মা-ও৷ দু’জনের নামেই ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে অশ্লীল ছবি পোস্ট করছিল এক যুবক৷ এমনকী, পরিবারের একজনকে হোয়াটসঅ্যাপে হুমকি দেওয়া হচ্ছিল৷ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের কাটোয়ায়৷

[ ভাঙড়ে তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু, খুন বলে অভিযোগ পরিবারের]

Advertisement

অভিযুক্ত যুবকের নাম সোমনাথ সাহা৷ কাটোয়া শহরের স্টেডিয়াম পাড়ার বাসিন্দা সে৷ গত কয়েক মাস ধরে দশম শ্রেণির এক ছাত্রীকে উক্ত্যক্ত করছিল সোমনাথ৷ ওই কিশোরীর বাড়ি কাটোয়ারই খাজুরডিহি এলাকায়৷ দুর্গাদাসী চৌধুরানি বালিকা বিদ্যালয়ের ছাত্রী সে৷ পুলিশ জানিয়েছে, সোমনাথের প্রেমের প্রস্তাবে সাড়া দেয়নি ওই কিশোরী৷ সেই রাগেই তার ও তার মায়ের নামে ফেসবুকে ভুয়ো অ্যাকাউন্ট খোলে সোমনাথ৷ দুটি অ্যাকাউন্টে ওই গৃহবধূ ও তাঁর মেয়ের সুপার ইমপোজ করা অশ্লীল ছবি পোস্ট করতে শুরু করে ওই যুবক৷ তদন্তকারীদের দাবি, যে সিম ব্যবহার করে অ্যাকাউন্ট দুটি খোলা হয়েছিল, সেই সিমটিও ভুয়ো৷ এমনকী, হোয়াটঅ্যাপে মেসেজ করে ওই কিশোরীর কাকাকেও নিয়মিত হুমকি দিত সোমনাথ৷ কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত কিশোরীর পরিবারের লোকেরা৷ শনিবার রাতে কাটোয়া থেকেই সোমনাথ সাহাকে গ্রেপ্তার করল পুলিশ৷

কিন্তু, কীভাবে ধরা পড়ল অভিযুক্ত? পুলিশ জানিয়েছে, ভুয়ো সিম ব্যবহার করে ফেসবুকে ওই নাবালিকা ও তার মায়ের নামে দুটি আলাদা অ্যাকাউন্ট খুলেছিল সোমনাথ৷ সেই অ্যাকাউন্ট থেকে অশ্লীল ছবি পোস্ট করত সে৷ তাই তাঁকে ধরা সহজ ছিল না৷ কিন্তু, নিজের ভুলেই ধরা পড়ে গেল সোমনাথ৷ তদন্তকারীরা জানিয়েছেন, দিন কয়েক আগে হুমকি দিয়ে ওই ছাত্রীর কাকাকে ভয়েস মেসেজ পাঠায় সোমনাথ৷ যে নম্বর থেকে মেসেজ পাঠানো হয়েছিল, সেই নম্বরের মোবাইলের টাওয়ার লোকেশন চিহ্নিত করেই সোমনাথ সাহাকে গ্রেপ্তার করা হয়েছে৷

[ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃ্ষ্টি, বিপর্যস্ত জনজীবন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement