Advertisement
Advertisement

Breaking News

সুচিকিৎসক হিসেবেই খ্যাতি, ফার্মাসিস্টের বদলি রুখলেন বাসিন্দারা

অশোকবাবুকে গুসকরায় বহাল রাখার আশ্বাস পাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়৷

Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 20, 2018 11:33 am
  • Updated:July 20, 2018 11:33 am  

ধীমান রায়, কাটোয়া: পদে ফার্মাসিস্ট। কিন্তু স্থানীয়রা চেনেন একজন সুচিকিৎসক হিসাবে। দিনের পর দিন ‘ফার্মাসিস্টে’র পদে চিকিৎসক হিসেবে পরিষেবাও দিয়ে গিয়েছেন৷ কিন্তু, বিপত্তি বেধেছে সরকারি বিজ্ঞপ্তিতে৷ গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ফার্মাসিস্ট পদে কর্মরত অশোক কুমার হাজরাকে পুরুলিয়ার বান্দোয়ানে বদলির নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর৷ এই বদলি রুখতে স্বাস্থ্যকেন্দ্র অবরুদ্ধ করলেন স্থানীয় বাসিন্দারা৷ তাঁদের দাবি, গুসকরা স্বাস্থ্যকেন্দ্রেই অশোকবাবুকে বহাল রাখতে হবে৷ আউশগ্রাম ১ ব্লক স্বাস্থ্য আধিকারিক ধীমান মণ্ডল বলেন, ‘‘অশোকবাবু বহুবছর ধরেই গুসকরায় কাজ করে এসেছেন। তিনি রোগীদরদি মানুষ। নিষ্ঠার সঙ্গে কাজ করে এসেছেন। তাই এলাকায় জনপ্রিয় হয়ে উঠেছিলেন। তবু এটা রুটিন-মাফিক বদলি। তাই মেনে নিতেই হবে।’’

[বেআইনিভাবে পুকুর ভরাটে মদত, খড়দহে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর]

স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে,  গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ২৫ বছর ধরে ফার্মাসিস্ট পদে কাজ করে এসেছেন অশোকবাবু। বাড়ি পশ্চিম মেদিনীপুরে। গুসকরায় সরকারি আবাসনেই থাকতেন। স্থানীয়রা জানিয়েছেন, হাসপাতালে তিনি নিষ্ঠার সঙ্গে ডিউটি করে এসেছেন। পাশাপাশি তাঁর কোয়ার্টারেও বহু মানুষ যেতেন চিকিৎসার প্রয়োজনে। স্থানীয় বাসিন্দা জামাত আলি, নুরবানু বেগমরা বলেন, ‘‘অশোকবাবুর অভিজ্ঞতা পাশ করা চিকিৎসকদের থেকে কোনও অংশে কম নয়। সময়ে অসময়ে তার কাছে কেউ গেলে তিনি কোনওদিন তাঁকে ফিরিয়ে দেননি। বিরক্তিবোধও করেননি।”

Advertisement

[পঞ্চায়েতে কাজের নিরিখে দেশের সেরা বীরভূম জেলা পরিষদ]

জানা গিয়েছে, বৃহস্পতিবারই অশোক কুমার হাজরার বদলির নির্দেশ আসে। স্থানীয়রা তা জানতে পারেন। এরপরেই গুসকরা শহরের বিভিন্ন ওয়ার্ড মিলে কয়েকশো মানুষ জড়ো হতে শুরু করেন স্বাস্থ্যকেন্দ্রের সামনে। তারা অশোক কুমার হাজরাকে গুসকরা স্বাস্থ্যকেন্দ্রে রাখার দাবিতে তুমুল বিক্ষোভ শুরু করেন৷ পরে আউশগ্রাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যান ডিএসপি (ডিএনটি) মীর সাকির আলি। ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে বোঝানোর চেষ্টা করেন৷ শেষে গুসকরা পুরসভার চেয়ারম্যান বুর্ধেন্দু রায়, আউশগ্রাম ১ বিডিও চিত্তজিৎ বসু-সহ পুলিশ আধিকারিকরা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন৷ অশোকবাবুকে গুসকরায় বহাল রাখার আশ্বাস পাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়৷

ছবি: জয়ন্ত দাস।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement