Advertisement
Advertisement

Breaking News

আবাস যোজনার তালিকা থেকে বাদ কুষ্ঠরোগীর নাম, আউশগ্রামে চাঞ্চল্য

ইচ্ছে করে নাম বাদ দিয়েছে তৃণমূল, দাবি বিজেপি নেতার।

Katwa: Leprosy patient name excluded from Govt housing plan

ছবিতে কুষ্ঠরোগী সুকল হাঁসদা, ছবি: জয়ন্ত দাস।

Published by: Shammi Ara Huda
  • Posted:September 27, 2018 5:39 pm
  • Updated:September 27, 2018 5:39 pm  

ধীমান রায়, কাটোয়া: সরকারি আবাস যোজনায় অনুদানের জন্য তালিকাভুক্ত হয়েও নাম বাদ যাওয়ার অভিযোগ। তালিকা থেকে নাম কাটা গেল এক কুষ্ঠরোগীর। এমনই অভিযোগ উঠেছে আউশগ্রামে। আউশগ্রাম-২ ব্লকের ভাল্কি অঞ্চলের বাবুইশোল গ্রামের বাসিন্দা সুকল হাঁসদা (২৮)। সরকারি আবাস যোজনায়  তালিকাভুক্তির পরেও তাঁর নাম বাদ গিয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে স্থানীয় বিডিওকে জানিয়েছেন তিনি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

এদিকে সুকল হাঁসদার নাম বাদ যাওয়ার ঘটনাকে ইচ্ছাকৃত বলেছেন আউশগ্রাম-২ নম্বর ব্লকের বিজেপি নেতা। যুব নেতা অনিমেষ লাহার দাবি, তৃণমূল ইচ্ছে করে ওই যুবকের নাম বাদ দিয়েছে। তাঁর অভিযোগ, শাসকদল পক্ষপাতিত্ব করে সুকলের নাম বাদ দিয়ে অন্য একজনের নাম তালিকায় তুলে দিয়েছে। যদিও তালিকা থেকে নাম বাদ যাওয়ার কথা স্বীকার করে নিয়েছেন আউশগ্রাম-২ এর বিডিও সুরজিৎ ভর। তিনি বলেন, ‘সুকল হাঁসদা নামে ওই ব্যক্তি আমার কাছে এসেছিলেন। তাঁর ভাই এবছর সরকারি আবাস যোজনায় অনুদান পেয়েছেন। একই পরিবারে দু’জনকে দেওয়া সম্ভব নয় বলে শেষপর্যন্ত সুকলের নাম বাদ গিয়েছে। তবে সামনের বছর সুকল যাতে অনুদান পান তার ব্যবস্থা করা হবে।’

Advertisement

[প্রাক্তন পঞ্চায়েত প্রধানের ভাইকে লক্ষ্য করে গুলি, চাঞ্চল্য চোপড়ায়]

বাবুইশোল গ্রামের বাসিন্দা সুকল হাঁসদার বাড়িতে রয়েছেন মা,  স্ত্রী ও এক মেয়ে। সুকল জানিয়েছেন, কয়েকবছর ধরে তিনি কুষ্ঠরোগে আক্রান্ত। ইতিমধ্যে অঙ্গহানির শিকার হয়েছেন। তাই ঠিকমতো কাজ করতে পারেন না। স্ত্রী জনমজুরি করেন। গত আর্থিক বর্ষে তাঁর নামে বাংলা আবাস যোজনায় বাড়ির অনুদান এসেছিল। তালিকায় নামও ছিল। কিন্তু হঠাৎ জানতে পারেন নাম কেটে দেওয়া হয়েছে। তাই যাতে অনুদান আসে সেজন্য বিডিওর কাছে আবেদন জানানো হয়েছে। যদিও বিডিওর দাবি সুকলের ভাইকে অনুদান দেওয়া হয়েছে বলে তাঁর নাম বাদ গিয়েছে। আউশগ্রাম-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হায়দর আলি বলেন, ‘বিষয়টি আমার সঠিক জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখব।’

[বনধের মধ্যেই স্কুলে ঢুকে ছাত্রকে মার বিজেপির সমর্থকদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement