Advertisement
Advertisement

৫০০ গ্রামের কানপাশাই খেপিমার চমক

এমনিতেই খেপিমাকে ফি বছর ৩৬০ ভরি সোনার অলঙ্কারে সাজান ভক্তরা৷

Katwa Khepi Maa Kali Puja
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 24, 2016 1:05 pm
  • Updated:October 24, 2016 1:05 pm

ধীমান রায়, কাটোয়া: এবারের পুজোয় ৫০০ গ্রাম ওজনের কানপাশা পরে কাটোয়া শহর ঘুরবেন খেপিমা৷ এমনিতেই খেপিমাকে ফি বছর ৩৬০ ভরি সোনার অলঙ্কারে সাজান ভক্তরা৷ এ বছর কাটোয়ার খেপিমার অঙ্গভূষণের নতুন সংযোজন ৫০০ গ্রাম ওজনের কানপাশা৷ যা প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে নামী এক জুয়েলারি সংস্থাকে দিয়ে তৈরি করিয়েছে ট্রাস্টি কমিটি৷

প্রায় সাড়ে চারশো বছরের প্রাচীন কাটোয়ার ১৫ নম্বর ওয়ার্ড এলাকার মালোপাড়ার খেপিমা বা খ্যাপাকালীর পুজো৷ জনশ্রুতি, একসময় এই  এলাকায় ছিল ঘন জঙ্গল৷ ঝোপঝাড়ের মধ্যে নিজের হাতে মূর্তি গড়ে পুজো করতেন এক অকৃতদার ব্যক্তি৷ তিনি ছিলেন কালীভক্ত৷ একটু খ্যাপাটে স্বভাবের৷ মালো অর্থাৎ জেলে সম্প্রদায়ের ওই খ্যাপাটে স্বভাবের ভক্তর হাতে প্রতিষ্ঠিত কালীই খ্যাপাকালী বা খেপিমা বলে পরিচিত৷

Advertisement

বর্তমানে খ্যাপাকালীতলা সর্বজনীন কালীক্ষেত্রে রূপান্তরিত হয়েছে৷ ট্রাস্টি গঠন করে এই পুজো চালানো হয়৷ কমিটির সম্পাদক শ্যামল ঘোষ জানান, খ্যাপাকালীর মাহাত্ম্য পুরো শহর জুড়ে প্রচারিত৷ দূরদূরান্ত থেকে ভক্তরা আসেন৷ মানত করেন অনেকেই৷ মানতের গহনা মিলে ৩৬০ ভরি গহনা খ্যাপাকালীর ছিল৷ এ বছর প্রণামীর টাকায় ৫০০ গ্রাম ওজনের কানের দুল বা কানপাশা তৈরি করা হয়েছে৷ প্রতিবছর খ্যাপাকালীর পুজোয় প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন থাকে৷ নিয়ম আছে মায়ের প্রতিমা নির্মাণের পর মালো সম্প্রদায়ের লোকজন প্রতিমাকে তুলে বেদিতে স্থাপন করবে৷ তারপর দেবীর পুজো হবে৷ বিপুল আড়ম্বরে খেপিমার পুজো হয়৷

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement