ছবিটি প্রতীকী
পলাশ পাত্র, তেহট্ট: নদিয়ার তাহেরপুরে আক্রান্ত কাশ্মীর শাল ব্যবসায়ী। ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার জন্য টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
[হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নেশা, বর্ধমানের জামালপুরে মৃত ২]
আক্রান্ত কাশ্মীরি শাল ব্যবসায়ীর নাম জাভেদ খান। প্রতি বছর শীতের সময়ে নদিয়ার তাহেরপুরে চলে আসেন তিনি। তাহেরপুর বাজারে দোকান ভাড়া নিয়ে শাল বিক্রি করেন জাভেদ। এবার এসেছেন তিনি। জানা গিয়েছে, গত সোমবার রাতে তাহেরপুর বাজারে জাভেদের দোকানে চড়াও হন এলাকারই বেশ কয়েকজন যুবক। অশ্রাব্য গালিগালাজ করাই শুধু নয়, ওই কাশ্মীরি শাল ব্যবসায়ীকে মারধরও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ। আক্রান্তকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়। সূত্রের খবর, থানায় অভিযোগ দায়ের করতে রাজি হননি জাভেদ। পুলিশই স্বতঃপ্রণোদিত হয়ে কাশ্মীরি শাল ব্যবসায়ীকে মারধরের ঘটনায় মামলা রুজু করে। বুধবার রাতে তাহেরপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে।
কিন্তু, কাশ্মীরের বাসিন্দা জাভেদ খানকে কেন হামলা মুখে পড়তে হল? তা নিয়ে ধন্দে পুলিশ। তবে শোনা যাচ্ছে, পুলওয়ামায় জঙ্গি হামলা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন আক্রান্তের এক বন্ধু। সেই পোস্টটিকে আবার লাইক করেন জাভেদ। তবে আদপে এমনটাই ঘটেছে কিনা, তা নিয়ে নিশ্চিত নন তদন্তকারীরা। সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। এদিকে কাশ্মীরি শাল ব্যবসায়ীকে মারধরের ঘটনায় গ্রেপ্তারির পরই টুইট করেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। পুলিশের ভূমিকার প্রশংসা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
The young man being beaten has also been contacted by the administration & is being looked after. Am grateful for the swift response @MamataOfficial didi.
— Omar Abdullah (@OmarAbdullah) 20 February 2019
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.