শাহজাদ হোসেন, ফরাক্কা: জঙ্গিপুর জেলেই মৃত্যু হল জেল হেফাজতে থাকা এক ব্যক্তির। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের ছড়ায় মুর্শিদাবাদের সামসেরগঞ্জে। মৃতের নাম মজিবুর রহমান (৪৩)। বাড়ি সামসেরগঞ্জ থানার ভাসাইপাইকর এলাকায়। এলাকারর শান্তি কমিটির সদস্যদের বেধড়ক মারধরের জেরে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের সদস্যদের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন শান্তি কমিটির কর্মকর্তারা।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন পেশায় রাজমিস্ত্রি মজিবুর রহমান নামে ওই ব্যক্তি। গত বৃহস্পতিবার রাতেও মদ্য়প ছিলেন তিনি। হঠাৎ মজিবুরের বাড়িতে ঢুকে তাঁকে টেনে হিঁচড়়ে বের করে নিয়ে যায় শান্তি কমিটির সদস্যরা। অভিযোগ, রাতেই তাঁকে ব্যাপক মারধর করা হয়। মারের চোটে শরীরের বিভিন্ন অংশ ফুলেও গিয়েছিল। তারপর আবগারি দপ্তরের মাধ্যমে মজিবুরকে সামসেরগঞ্জ থানার হাতে তুলে দেওয়া হয়। শুক্রবার থেকে জেলেই ছিলেন ওই ব্যক্তি।
পরিবারের সদস্যদের দাবি, রবিবার সন্ধেয় হঠাৎ তাঁদের ফোন করে জানানো হয় মজিবুর রহমান মারা গিয়েছে। জেলের ভেতরে আসামীর মৃত্যু ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায়। এদিকে পুলিশ থাকতেও সামসেরগঞ্জের শান্তি কমিটির বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। মদ খাওয়া অন্যায় হয়ে থাকলে, সেটা বন্ধ করা পুলিশের কাজ। কিন্তু শান্তি কমিটি কোনও অধিকারে একজন ব্যক্তিকে এভাবে মারধর করতে পারে? পুলিশ থাকতে কেন আইন নিজেদের হাতে তুলে নিচ্ছে শান্তি কমিটি? উঠছে প্রশ্ন।
শান্তি কমিটির বিরুদ্ধে টাকা নেওয়ারও অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে সাফাই দিয়েছেন ভাসাইপাইকর শান্তি কমিটির কর্তৃপক্ষ। মারধরের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন শান্তি কমিটির অন্যতম কর্তা ডাক্তার মরজেম হোসেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.