তারক চক্রবর্তী, শিলিগুড়ি: কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায়(Kanchanjunga Express Accident) মৃত আরও ১। সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হয়েছে এক ব্যাক্তির। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১০।
সোমবার সকাল ৮ টা বেজে ৪৫ মিনিট। শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে সজোরে ধাক্কা মালগাড়ির। দেশলাইয়ের বাক্সের মতো উলটে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। একটি কামরা উঠে গিয়েছিল মালগাড়ির উপর। তড়িঘড়ি শুরু হয় উদ্ধার কাজ। দুমড়ে-মুচড়ে যাওয়া কামরায় আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী। সেই সঙ্গে চলে লাইন পরিষ্কারের কাজ। সোমবার দুপুরের মধ্যেই ৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। রাতে তা বেড়ে হয় ৯। এদিকে উত্তরবঙ্গ মেডিক্যাল-সহ কয়েকটি হাসপাতাল মিলিয়ে ৪৩ জন চিকিৎসাধীন।
রাতেই উত্তরবঙ্গ মেডিক্যালে মৃত্যু হল আরও একজনের। জানা গিয়েছে, মৃতের নাম বিজয়কুমার রায়। তাঁর বয়স আনুমানিক ৪৩ বছর। উত্তরবঙ্গ মেডিক্যালের ট্রমা কেয়ার বিভাগে ভর্তি ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, কলকাতার বাসিন্দা ছিলেন ওই ব্যক্তি। তবে তাঁর পরিবারের সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। সেই চেষ্টাই চলছে বলে খবর। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.