Advertisement
Advertisement

Breaking News

Kalyani University

মাঝরাতে মহিলা হস্টেলে দুষ্কৃতী হানা! নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা

তুমুল উত্তেজনা হস্টেল চত্বরে।

Kalyani University students protest regarding security of girls' hostel | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 13, 2023 12:12 pm
  • Updated:January 13, 2023 1:28 pm  

বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: মাঝরাতে মহিলা হস্টেলে দুষ্কৃতী হানা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য কল্যাণী বিশ্ববিদ্যালয়ে (University of Kalyani)। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান ছাত্রীরা। পরে উপাচার্যের আশ্বাসে আয়ত্তে আসে পরিস্থিতি।

জানা গিয়েছে, অন্যান্যদিনের মতোই বৃহস্পতিবার রাতেও নির্দিষ্ট সময়ে বন্ধ হয়ে যায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মহিলা হস্টেলের মূল দ্বার। গভীর রাতে ছাত্রীরা টের পান এক দুষ্কৃতী হস্টেলে ঢুকে পড়েছে। ঘটনাকে কেন্দ্র করে রাতেই শোরগোল পড়ে যায় হস্টেলে। এসবের মাঝেই কোনওক্রমে হস্টেল থেকে চম্পট দেয় দুষ্কৃতী। এই ঘটনার জেরেই শুক্রবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের হস্টেল চত্বর।

Advertisement

[আরও পড়ুন: সাংসদের বাবা থেকে বিধায়কের স্ত্রী, আবাস তালিকায় নাম বহু বিজেপির নেতার! সামনে আনল তৃণমূল]

এদিন নিরাপত্তার দাবিতে হস্টেলে দীর্ঘদিন বিক্ষোভ দেখান ছাত্রীরা। বাধ্য হয়ে উপাচার্যকে নামতে হয় ময়দানে। হস্টেলের সামনে এসে বিক্ষোভরত পড়ুয়াদের সঙ্গে কথা বলেন উপাচার্য মানসকুমার সান্যাল। তিনি বিষয়টি খতিয়ে দেখে নিরাপত্তা সুনিশ্চিত করার আশ্বাস দেন। কিন্তু তাতেও কাজ হয়নি। উপাচার্যের সঙ্গে কথার পর রেজিস্ট্রারের ঘর ঘেরাও করেন ছাত্রীরা। এখনও চলছে বিক্ষোভ।

প্রসঙ্গত, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মহিলা হস্টেলের বাইরে থেকে ছাত্রীদের উত্যক্ত করার ঘটনা আগেও প্রকাশ্যে এসেছে। এভাবে হস্টেলে ঢুকে পড়ার ঘটনাও আগে ঘটেছে। পরপর এহেন ঘটনায় প্রবল নিরাপত্তাহীনতায় ভুগছেন পড়ুয়ারা।

[আরও পড়ুন: ‘ধরাকে সরা জ্ঞান করছেন’, নন্দীগ্রামে ‘জয়’ নিয়ে গর্বিত শুভেন্দুকে পালটা কুণালের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement