Advertisement
Advertisement

Breaking News

Kalyan Banerjee

টাকার বিনিময়ে টিকিট! ভোটের বাজারে কল্যাণ ও তাঁর প্রাক্তন জামাইয়ের অডিও ভাইরাল

দুজনেই এই অডিও ক্লিপ ভুয়ো বলে দাবি করেছেন।

Kalyan Banerjee and his ex son in law's audio viral
Published by: Paramita Paul
  • Posted:April 2, 2024 12:16 am
  • Updated:April 2, 2024 12:16 am  

সুমন করাতি, হুগলি: ভোটের প্রচারের মাঝেই এবার প্রাক্তন শ্বশুর-জামাইয়ের অডিও ক্লিপ ঘিরে ব্যাপক শোরগোল। ভোটের ময়দানে এক জন চতুর্থ বার সাংসদ হওয়ার লড়াইয়ে। অন্যজন, প্রথম বার লোকসভা ভোটের প্রার্থী। তৃণমূল এবং বিজেপি যুযুধান দুই শিবিরের লোকসভা প্রার্থীর ফোনে কথোপকথন বলে দাবি করে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়তেই হইচই শ্রীরামপুরে। যদিও হুগলির শ্রীরামপুর লোকসভার তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তাঁর প্রাক্তন জামাতা তথা বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোস—দুজনেই এই অডিও ক্লিপ ভুয়ো বলে দাবি করেছেন। এ নিয়ে দু’জনেই আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন।

ভাইরাল হওয়া অডিয়ো ক্লিপটি একটি ফোনের কথোপকথনের রেকর্ডিং ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়,যেখানে শোনা যাচ্ছে তৃণমূল প্রার্থী কল্যাণ বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বোসকে টাকা দিয়ে টিকিট নেওয়ার জন্য বলছেন, যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করা যায়নি। তবে সেখানে ছবি দিয়ে দেখানো হয়েছে তৃণমূল প্রার্থী কল্যাণ এবং তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী কবীরের।

Advertisement

[আরও পড়ুন: ‘সত্যিটা জানা উচিত জনগণের’, শ্রীলঙ্কাকে দ্বীপ ‘উপহার’ নিয়ে কংগ্রেসকে তোপ জয়শংকরের]

এই বার্তালাপ ছড়িয়ে পড়ার পর কল্যাণ এবং কবীরশঙ্কর দু’জনেই দাবি করেছেন, ওই কথোপকথন তাঁদের নয়। কল্যাণ ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন। কল্যাণের দাবি, “অসৎ উদ্দেশ্য নিয়ে এটা তৈরি করা হয়েছে। যারা এই রকমের অডিও ভাইরাল করছে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” তিনি ফোনে বলেন, “এটা ফেক। আমাকে বদনাম করার জন্য এটা করা হয়েছে। আমি তিনবারের সাংসদ।” তৃণমূল প্রার্থী ইতিমধ্যে শ্রীরামপুরের রিটার্নিং অফিসার এবং চন্দননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাতে ভাইরাল হওয়া অডিও ক্লিপের লিঙ্কও দিয়েছেন।

বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বলেন, “আমি আপনাদের মাধ্যমেই (সংবাদমাধ্যম) একটি অডিও ক্লিপ শুনলাম। হাস্যকর ব্যাপার। পুরোপুরি ভুল এবং মিথ্যা। আমি নাকি তৃণমূলের প্রার্থীর সঙ্গে কথা বলছি।” তাঁর সংযোজন, “এটা রাজনৈতিক ময়দান। চোখে চোখ রেখে, মাটি কামড়ে ইঞ্চিতে ইঞ্চিতে রাজনৈতিক লড়াই হবে। এটা পুরোপুরি বিরোধীদের অপপ্রচার।” কবীরও জানান, তিনি এ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছেন। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করবেন বলেও জানাচ্ছেন বিজেপির আইনজীবী প্রার্থী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement