অভিষেক চৌধুরী, কালনা: লক্ষ্মীর ভাণ্ডারের (lakshmir bhandar) টাকা বাড়িয়েছে রাজ্য। সেই টাকা পেয়েই অকাল লক্ষ্মী আরাধনায় মাতলেন কালনার (Kalna) পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বাসিন্দারা। এই পুজোয় শামিল হয়ে বিরোধীদের তোপ দাগলেন মন্ত্রী স্বপন দেবনাথ।
একে চৈত্র মাস, তার উপর ভোটের মরশুম, এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধেয় ধনদেবীর আরাধনায় মাতলেন পূর্বস্থলী ১ নম্বর ব্লকের বিভিন্ন বাসিন্দারা। সৌজন্যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’। পুজোর আয়োজক সবিতা দেবনাথ, মায়া দেবনাথ, স্বপ্না দেবনাথরা বলেন, “রাজ্যের মহিলাদের কথা ভেবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকার পরিমাণ বাড়িয়েছেন। এতে সকলেই উপকৃত। সাধারণ সম্প্রদায়ের মহিলারা ৫০০ টাকার বদলে ১০০০ টাকা পাচ্ছেন। তপশিলি জাতি ও উপজাতির মহিলারা ১০০০ টাকার বদলে ১২০০ টাকা করে এই মাস থেকে পেতে শুরু করেছেন। সেই আনন্দে আজ এই এলাকার শ্রীরামপুর, দোলগোবিন্দপুর, হেমাতপুর, বিদ্যানগরের-মত বিভিন্ন মোড়ের ১৭ টি জায়গায় লক্ষ্মীপুজো করছেন মায়েরা।” মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতেই এই আয়োজন।”
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাতে অসময়ে এই লক্ষ্মীপুজোর আয়োজন সত্যিই অভিনব উদ্যোগ। অনেকেই নিন্দা, অপবাদ ও কুৎসা করে বলেছিলেন, ভোট পেতে এসব করছেন মুখ্যমন্ত্রী। কিন্তু আদতে তিনি সকলের পাশে থাকতে চেয়েছেন। বাংলার মায়েদের কথা ভেবে একাজ করেছেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.