Advertisement
Advertisement

স্ত্রী থাকতেও গোপনে অন্য মহিলাকে বিয়ে! ধৃত ‘গুণধর’ যুবক

ধৃত যুবক কালনার বাসিন্দা।

Kalna: Man arrested for duping wife
Published by: Subhamay Mandal
  • Posted:October 31, 2018 7:41 pm
  • Updated:October 31, 2018 7:41 pm  

রিন্টু ব্রহ্ম, কালনা: স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে অন্য মহিলাকে বিয়ে! এমনই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কালনা থানার পুলিশ। ধৃতের নাম রাজু মণ্ডল। কালনার ধর্মডাঙ্গা এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। বুধবার অভিযুক্তকে কালনা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

[রাস্তার পাশে টেবিল পেতে বিক্রি হচ্ছে পেট্রল ও ডিজেল!]

Advertisement

পুলিশ জানিয়েছে, রাজুর স্ত্রী দীপা মণ্ডল লিখিত অভিযোগে জানান, ১১ বছর আগে তাঁর সঙ্গে রাজুর বিয়ে হয়। তাঁদের ১০ ও ৭ বছরের দুই সন্তানও রয়েছে। তা সত্ত্বেও রাজু এক অন্য মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি করে। তিনি কিছুদিন আগেই জানতে পারেন, কালনা শহরের বাসিন্দা ওই মহিলা বিয়েও করে নিয়েছেন। সেই কথা জানতে পেরে দীপা শ্বশুরবাড়িতে গিয়ে জানালে সেখান থেকেও তাঁকে তাড়িয়ে দেওয়া হয়। গত মঙ্গলবার তিনি কালনার শ্যামগঞ্জ পাড়ায় এসে দেখেন তাঁর স্বামী রাজু একটি ভাড়া বাড়িতে ওই মহিলার সঙ্গে বসবাস শুরু করেছে। এমন অবস্থায় তিনি কালনা থানায় লিখিত অভিযোগ করেন। তারপরেই পুলিশ অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করেছে। দীপার আরও অভিযোগ, বিয়ের কয়েক বছর পর থেকেই তাঁর স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন তাঁর উপর মানসিক ও শারীরিক অত্যাচার শুরু করে। সংসার সুখী হওয়ার আশায় এতদিন চুপ ছিলেন তিনি। কিন্তু শেষপর্যন্ত ধৈর্যের বাঁধ ভাঙে তাঁর। তাই পুলিশের দ্বারস্থ হন তিনি।

[সার্ভিস সেন্টারের আড়ালে রান্নার গ্যাসের অবৈধ কারবারের পর্দাফাঁস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement