সৌরভ মাজি, কালনা: পরকীয়া সম্পর্কের জেরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুগল৷ মৃত যুবকের নাম প্রসেনজিৎ হাজরা (২৭) ও যুবতী প্রতিমা দাস (১৮)। কালনা জিআরপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে গুপ্তিপাড়া ও কালনার মাঝামাঝি রেললাইনের ধার থেকে ওই যুগলের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাস্থল থেকে একটি সাইকেলও মিলেছে। প্রসেনজিৎ ও প্রতিমা দু’জনেই বিবাহিত৷
প্রসেনজিতের একটি ছেলেও রয়েছে৷ দীর্ঘদিন ধরেই দু’জনের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল৷ প্রসেনজিৎ মালপাড়ায় মোবাইলের দোকান চালাতেন। বৃহস্পতিবার বিকেলে সাইকেল নিয়ে গুপ্তিপাড়ার দিকে চলে গিয়েছিলেন প্রতিমা। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকেরা খোঁজাখুজি শুরু করে দেন৷ শুক্রবার সকালে জিআরপি গুপ্তিপাড়া ও কালনা স্টেশনের মাঝে কুলিয়াদহ এলাকায় রেললাইনের ধারে দু’জনের দেহ পড়ে থাকার খবর দেয়৷ পরে রেলপুলিশ দেহজোড়া তুলে ময়নাতদন্তে পাঠায়৷ কিন্তু, হঠাৎ কেন দু’জনে একসঙ্গে আত্মঘাতী হলেন, এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ৷
গত মাসেই পুরুলিয়ায় আত্মঘাতী হন এক দম্পতি৷ যুবক-যুবতীর প্রেম মেনে নিতে পারেনি ছেলের পরিবার। তাই জীবনের বৃত্ত থেকে নিজেদেরকে সরিয়েই নিলেন যুগল। গলায় ফাঁস লাগিয়ে তাঁদের দেহ ঝুলতে দেখা যায় পুরুলিয়া-বাঁকুড়া ৬০-এ জাতীয় সড়কের কাছে। ঘটনাস্থল স্থানীয় লায়েকডি মোড় থেকে ডানদিকে হুড়া থানার কুলগড়া-নডিহা যাওয়ার রাস্তায় একটি পুকুরের পাশের জাম গাছ। সেই গাছেই মুখোমুখি একই ওড়নায় গলায় ফাঁস লাগানো দেহ দু’টি দেখতে পান বাসিন্দারা। মৃত যুগলের নাম তুলসীচরণ মাহাতো (২২) ও সাবিত্রী বাউরি (১৮)। মুখে মুখে আত্মহত্যার ঘটনা চাউর হতে এলাকায় ভিড় জমতে শুরু করে। খবর দেওয়া হয় নিকটবর্তী হুড়া থানায়। পুলিশ দেহদুটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়৷
ছবি-রিন্টু ব্রহ্ম৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.