শান্তনু কর, জলপাইগুড়ি: বীরভূমের (Birbhum) তারাপীঠ এবার উত্তরবঙ্গে! জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বাসিন্দাদের তারাপীঠ দর্শন করতে আর পাড়ি দিতে হবে না কয়েকশো কিলোমিটারের পথ। এবছর শহরবাসীকে কালীপুজোতে (Kalipuja 2023) তারাপীঠ দর্শন করাবে ধূপগুড়ির ইয়ং অ্যাসোসিয়েশন। তাঁদের পুজোর মণ্ডপের থিম বীরভূমের তারাপীঠ মন্দির।
অন্য জেলার থেকে কয়েক যোজন এগিয়ে রয়েছে জলপাইগুড়ি জেলা। ধূপগুড়ি মানেই বড়-বড় কালীপুজো। ইয়ং অ্যাসোসিয়েশন জোরকদমে শুরু করেছে কালীপুজোর আয়োজন। মণ্ডপ নির্মাণের কাজ অনেকটাই ইতিমধ্যে এগিয়ে গিয়েছে। তারাপীঠ মন্দির (Tarapith Temple) যেভাবে দর্শন করা হয় সেভাবেই তৈরি করা হচ্ছে মণ্ডপ।
ধূপগুড়ি থেকে বীরভূমের তারাপীঠ প্রায় ৪৫০ কিলোমিটার পথ। সেখানে পৌঁছতেও কয়েক ঘণ্টা সময় লেগে যায়। এবার সেই তারাপীঠ মন্দির গড়ে তোলা হচ্ছে স্বয়ং ধূপগুড়িতে। দুধের স্বাদ ঘোলে মেটাবে শহরবাসী। পুজো কমিটির সম্পাদক বৈদ্য চন্দ্র বলেন, “শহরবাসীকে নতুন জিনিস উপহার দিতেই তারাপীঠ মন্দির গড়ে তোলা হচ্ছে। যেভাবে তারাপীঠ মন্দির গড়ে তোলা হয়ে সেভাবেই এখানে তৈরি করা হবে। ধূপগুড়ি-সহ আশেপাশের দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে তারাপীঠ মন্দিরে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.