Advertisement
Advertisement

Breaking News

Kali Puja 2023

Kali Puja 2023: সিকিমের চারধাম মন্দির এবার ধূপগুড়িতে! কালীপুজোয় বড় চমক

শুধু মণ্ডপ নয়, প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক।

Kali Puja 2023: Jalpaiguri kali Puja pandal to depict Sikkim's Chardham temple | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 7, 2023 1:46 pm
  • Updated:November 7, 2023 3:04 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: সিকিমের চারধাম মন্দির এবার জলপাইগুড়িতে! ভিনরাজ্যের মন্দিরের থিমে সেজে উঠছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির এসটিএস ক্লাবের কালীপুজোর (Kali Puja 2023) মণ্ডপ। শুধু মণ্ডপ নয়, প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। করোনা কাঁটায় আটকে গিয়েছিল সুবর্ণ জয়ন্তী পালন। সেই উদযাপনই হচ্ছে ৫৩তম বছরের পুজোয়। ৫৩-তে ৫০-এর ছোঁয়া, এই বার্তাকে সামনে রেখে এবছরের কালীপুজোর আয়োজন করছে তারা।

উত্তরবঙ্গের মধ্যে বিগ বাজেটের কালীপুজোগুলির মধ্যে অন্যতম ধূপগুড়ির এসটিএস ক্লাবের পুজো। শহরের ঐতিহ্যবাহী ক্লাবগুলির মধ্যে অন্যতম তারা। প্রতি বছর বিগ বাজেটের পুজো করে চমক দেয় এই ক্লাব। উত্তরবঙ্গ-সহ দূর-দূরান্তের দর্শনার্থীরা ভিড় জমায় এখানে। এসটিএস ক্লাবের কালীপুজোর সুর্বণ জয়ন্তী বর্ষের সময় ছিল করোনা অতিমারী। সেজন্য বিগত বছরগুলিতে আর তেমন বিগ বাজেটের পুজো করেনি ক্লাব কর্তৃপক্ষ। তবে এ বছর অর্থাৎ ৫৩-তম বছরে থাকছে ৫০-এর বিশেষ চমক, এমনই দাবি ক্লাব সদস্যদের। এ বছর সিকিমের চারধাম মন্দিরের আদলে তৈরি হচ্ছে সুবিশাল পুজো মণ্ডপ।

Advertisement

[আরও পড়ুন: বঙ্গ বিজেপিতে পদ মানেই গোলামি! বিস্ফোরক অনুপম হাজরা]

 

পূর্ব মেদিনীপুরের শিল্পীরা জন্মাষ্টমীর দিন থেকে পুজো মণ্ডপ তৈরির কাজ শুরু করেছেন। ফাইবারের শিট, কাঠ, বাঁশ-সহ প্লাইউড দিয়ে সুবিশাল মণ্ডপ নির্মাণের কাজ শেষ পর্যায়ে। প্রতিমা এবং আলোকসজ্জাতেও থাকছে বিশেষ চমক। পূর্ব মেদিনীপুরের শিল্পীর হাতে গড়ে উঠছে প্রতিমা। আলোকসজ্জাতেও থাকছে একের পর এক চমক।

পুজো কমিটির সাংস্কৃতিক সম্পাদক সুশীল বৈদ্য বলেন, “পুজোর দুদিন আগে বাংলা সিনেমার জনপ্রিয় এক নায়িকা পুজো মণ্ডপের উদ্বোধন করবেন। জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। সুবর্ণ জয়ন্তী বর্ষে দর্শনার্থীদের বিগ বাজেটের পুজো উপহার দিতে পারেনি ক্লাব। তাই এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষের ছোঁয়া থাকছে।” তিনি আরও জানিয়েছেন, এবছরের বিশেষ চমক সিকিমের চারধাম মন্দির আদলে মণ্ডপ। দর্শনার্থীদের প্রত্যাশামতোই এবারের আয়োজন। প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের ব্যাপক সাড়া মিলবে বলে আশাবাদী ক্লাব কর্তৃপক্ষ।

 

[আরও পড়ুন: ‘রবি ঠাকুরের নাম থাকলে ভালোই হতো’, বিশ্বভারতীর ফলকযুদ্ধে মন্তব্য দিলীপের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement