Advertisement
Advertisement
Asansol

আসানসোলে হুড়মুড়িয়ে ভাঙল ৩০ ফুটের প্রতিমা, কালীপুজোর আগেই অঘটন

কীভাবে প্রতিমা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, তা স্পষ্ট নয়।

Kali idol damaged in Asansol
Published by: Sayani Sen
  • Posted:October 31, 2024 12:09 am
  • Updated:October 31, 2024 12:09 am  

শেখর চন্দ্র, আসানসোল: পুজোর আগের রাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আসানসোলের ৩০ ফুটের কালীপ্রতিমা। মনখারাপ প্রতিমা শিল্পী থেকে পুজো উদ্যোক্তা সকলের। মন ভালো নেই স্থানীয়দের। কীভাবে প্রতিমা হুড়মুড়িয়ে ভেঙে পড়ল, তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, ঘূর্ণিঝড় ‘ডানা’র জেরে ঝড়বৃষ্টির ফলে ঠিকমতো শুকোয়নি প্রতিমা। তার ফলে এই বিপত্তি। তবে অন্য প্রতিমা এনে পুজো এবং মেলাও হবে জানান পুজো উদ্যোক্তা তাপস ঘোষ।

আসানসোলের গোপালনগর ক্রিকেট ক্লাবের পুজো বহু বছরের পুরনো। প্রতিবারই তাদের মূল আকর্ষণ ৩০ ফুটের কালী প্রতিমা। আসানসোল ছাড়াও বহু মানুষ কালীপুজো এই পুজো মণ্ডপে বড় প্রতিমা দেখতে ভিড় জমান। এছাড়া ওই পুজোকে কেন্দ্র করে খেলার মাঠে মেলার আয়োজনও করা হয়। কালীপুজো এবং মেলাকে কেন্দ্র করে সাতদিন ধরে জমজমাট হয়ে থাকে গোপালনগর। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

Advertisement

কিন্তু পুজোর ঠিক একদিন আগে বিপত্তি। আচমকা কালী প্রতিমা ভেঙে পড়ায় জোর শোরগোল। রীতিমতো হতাশ ক্লাব সদস্য থেকে স্থানীয়রা সকলেই। চলতি বছর আর ৩০ ফুটের কালী প্রতিমা দেখার সুযোগ পাবেন না কেউ। তবে পুজো উদ্যোক্তা তাপস ঘোষ আশ্বস্ত করেন, অন্য প্রতিমা এনে পুজো হবে। বসবে মেলা। এবং প্রতিবারের মতো এবারও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলেও জানানো হয়েছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement