ফাইল ছবি।
নিরুফা খাতুন: ভ্যাপসা গরমের মাঝে অবশেষে স্বস্তির বৃষ্টি। পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে ভাসল কলকাতা ও সংলগ্ন জেলা। মরশুমের প্রথম কালবৈশাখী উপভোগ করলেন রাজ্যবাসী। এক ধাক্কায় তাপমাত্রা কমল ৫ ডিগ্রি। আজ অর্থাৎ শুক্রবারও রাজ্যে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
শুক্রবার সকাল থেকেই মেঘলা আকাশ, সঙ্গে রয়েছে হাওয়া। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০.৭ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ বৃষ্টির জেরে এক ধাক্কায় তাপমাত্রা কমেছে ৫ ডিগ্রি। হাওয়া অফিস সূত্রে খবর, আজও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে হাওয়ার গতিবেগ। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে শিলাবৃষ্টি এমনকী বজ্রপাতের আশঙ্কাও থাকছে। দু’এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা। সোমবার পর্যন্ত জারি থাকবে এই আবহাওয়া, এমনটাই খবর।
এদিকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। হতে পারে শিলাবৃষ্টি। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা।
জানা গিয়েছে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসবে রবিবার অর্থাৎ ১৯ শে মার্চ। পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে একটি ঘূর্ণারত রয়েছে রাজস্থান এলাকায়। একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে এবং সেটি থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপর দিয়ে গিয়েছে। আর একটি অক্ষরেখা রয়েছে দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে কঙ্কণ পর্যন্ত যেটি কর্ণাটক ও গোয়ার উপর দিয়ে গেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.