অর্ণব দাস, বারাসত: রেশন দুর্নীতিতে কাকলি ঘোষদস্তিদারের যোগ রয়েছে বলে দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ করলেন তৃণমূল সাংসদ। রাজ্যের বিরোধী দলনেতাকে আইনি নোটিস পাঠালেন বারাসতের তৃণমূল সাংসদ ডা: কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)।
রেশন দুর্নীতিতে জড়িত অভিযোগে গ্রেপ্তার হয়েছেন হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বর্তমানে ইডি হেফাজতে তিনি। এর সঙ্গে বারাসতের সাংসদের যোগ রয়েছে বলে মন্তব্য করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই মন্তব্যের প্রেক্ষিতেই আইনি নোটিস বলেই জানা গিয়েছে।
নোটিসে বলা হয়েছে, কাকলি ঘোষ দস্তিদার শুধু একজন রাজনীতিবিদই নন, তিনি নির্বাচিত সাংসদ এবং নামী চিকিৎসক। তাই বিরোধী দলনেতার মন্তব্যে তাঁর এবং পরিবারের সম্মানহানি হয়েছে। পাঁচ পাতার আইনি নোটিসটি নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাংসদ। তাতে শুভেন্দুর মন্তব্যের লিঙ্কও তুলে ধরা হয়েছে। এই প্রসঙ্গে ডাঃ কাকলি ঘোষ দস্তিদার বলেন, “আমি এবং আমার পরিবারের কেউই অনৈতিকভাবে উপার্জন করেন না। কিন্তু সংবাদমাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। তাই আইনি নোটিস পাঠালাম। শুভেন্দু অধিকারী যদি না প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে ১০০ কোটি টাকার মানহানির মামলা করব।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.