নিজস্ব চিত্র
অর্ণব দাস, বারাসত: দুর্ঘটনার কবলে বিদায়ী সাংসদ তথা বারাসত লোকসভার তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার(Kakali Ghosh Dastidar)। তাঁর মাথায়, ঘাড়ে এবং হাতে আঘাত লেগেছে। তবে, তৃণমূল প্রার্থী শারীরিক অবস্থার স্থিতিশীল রয়েছে বলেই জানিয়েছে বারাসত সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তদন্ত শুরু করেছে পুলিশ।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে বিরোধী দল থেকে যোগদান কর্মসূচি ছিল। সেখানেই আসার জন্য দুপুর আড়াইটের পর মধ্যমগ্রাম বাদুরোড সংলগ্ন বাড়ি থেকে বেড়িয়েছিলেন তৃণমূল প্রার্থী ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। অভিযোগ, তখনই দ্রুত গতিতে আসা একটি চারচাকা গাড়ি প্রার্থীর গাড়িতে সজোরে ধাক্কা মারে। সেই ঝাকুনিতেই গাড়ির মধ্যে বসে থাকা অবস্থায় মাথায়, ঘাড়ে এবং হাতে আঘাত লাগে কাকলিদেবীর। তবুও অসুস্থ অবস্থায় তিনি মধ্যমগ্রাম পার্টি অফিসের যোগদান কর্মসূচিতে হাজির হন। তারপরে সেখান থেকেই চিকিৎসার জন্য কাকলিদেবী যান বারাসত মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সহ মাথার সিটি স্ক্যান করা হয়েছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বেশ কিছুক্ষণ হাসপাতালে পর্যবেক্ষণে রাখার পর সন্ধ্যায় তৃণমূল প্রার্থী বাড়িতে এসেছেন বলেই জানা গিয়েছে।
এদিন মধ্যমগ্রাম জেলা তৃণমূল কার্যালয়ে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি বলেন, “বাড়ি থেকে বেরিয়ে মধ্যমগ্রাম কার্যালয় আসার সময় একটি গাড়ি কাকলি ঘোষ দস্তিদারের গাড়িতে ধাক্কা মারে। ওনার মাথায়, ঘাড়ে এবং হাতে চোট লেগেছে। আমরা ওনার দ্রুত আরোগ্য কামনা করছি। কি কারনে এমন ঘটনা ঘটলো, কোন ষড়যন্ত্র রয়েছে কিনা তা এখনই বলা সম্ভব নয়। পুলিশ তদন্ত করছে। তারপরই সবটা জানা যাবে।” হাসপাতালের সুপার ডাঃ সুব্রত মন্ডল জানান, কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। আপাতত উনি স্থিতিশীল আছেন। তবুও ওনাকে বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখার পর ছাড়া হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। ঘাতক গাড়ি এবং চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.