Advertisement
Advertisement
Kailash Vijayavargiya

রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি! বিধানসভা নির্বাচনের আগেই বাড়ল কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা

বিধানসভা নির্বাচনের আগে পদক্ষেপ যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Kailash Vijayvargiya's security tightened ahead of Bengal assembly polls ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 14, 2020 3:04 pm
  • Updated:December 14, 2020 3:42 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আগামী বছরেই বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ সরব বিরোধী বিজেপি (BJP)। সেই প্রেক্ষাপটেই গত বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে। সেই ঘটনা থেকে ‘শিক্ষা’ নিয়ে বাড়ানো হল রাজ্যের রাজ্যের দায়িত্বপ্রাপ্ত বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র নিরাপত্তা।

আগেই ওয়াই প্লাস ক্যাটেগরির নিরাপত্তা পেতেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayavargiya)। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশ অনুযায়ী, এবার থেকে তাঁর নিরাপত্তা বেড়ে হল জেড ক্যাটেগরির। এছাড়া কৈলাস বিজয়বর্গীয় জন্য বরাদ্দ হল বুলেট প্রুফ গাড়িও। এদিন এ প্রসঙ্গে প্রশ্ন করা হয় তাঁকে। বিজেপি নেতা যদিও বলেন, “এখনও পর্যন্ত দেখিনি। তবে শুনেছি।” এছাড়াও একইভাবে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়েও প্রশ্ন তোলেন বিজেপি নেতা। একের পর এক বিজেপি কর্মী খুন এবং হামলার ঘটনার প্রসঙ্গ তুলে ফের বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির অভিযোগে সরব হন কৈলাস বিজয়বর্গীয়।

Advertisement

[আরও পড়ুন: মুর্শিদাবাদে আধার কার্ডের তথ্য পরিবর্তন করে রূপশ্রীর আবেদন! পুলিশের দ্বারস্থ খোদ BDO]

উল্লেখ্য, দিনকয়েক আগেই জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়। অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেখানে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়। হামলার ফলে আঘাত পান তিনিও। বাঁ হাতের কনুইয়ে চোট লাগে তাঁর। তার আগে উত্তরবঙ্গেও হামলার শিকার হন কৈলাস বিজয়বর্গীয়। আর রাজ্যে যে আইনশৃঙ্খলার ক্রমশ অবনতি হচ্ছে, সে অভিযোগ বারবার সুর চড়িয়েছেন বিজেপি নেতারা। তারই মাঝে এখন বেশিরভাগ সময় বাংলাতেই থাকেন কৈলাস। নির্বাচনের আগে একাধিক জেলায় ঘুরেও বেড়াচ্ছেন তিনি। তাই গেরুয়া শিবিরের নেতৃত্ব তাঁর নিরাপত্তা নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন।  একের পর এক এই ধরনের ঘটনার ফলে বাড়ানো হল কৈলাসের নিরাপত্তা। বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের পদক্ষেপ যথেষ্ট ইঙ্গিতবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

[আরও পড়ুন: ‘সাংসদ হিসাবে এখনও অন্নপ্রাশনই হয়নি’, তোপ কল্যাণের, পালটা জবাব দিলীপের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement