Advertisement
Advertisement

পিছনে ছুরি মেরেছেন মমতা, মুখ্যমন্ত্রীকে বেনজির আক্রমণ কৈলাসের

বালুরঘাটে নির্বাচনী প্রচারে কুরুচিকর আক্রমণ বিজেপি নেতার।

BJP attack on TMC
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 9, 2018 7:55 pm
  • Updated:May 9, 2018 7:55 pm  

রাজা দাস, বালুরঘাট: ‘যারা তাঁকে সাহায্য করেন, তাঁর পিছনেই ছুড়ি মারেন দিদি৷ আজ মুখ্যমন্ত্রী হয়েছেন, সেটাও বিজেপি ও অটলবিহারী বাজপেয়ীর বদান্যতায়। আর, তারপরেই বিজেপিকেই প্রথম পিছন থেকে ছুড়ি মারেন তিনি৷’’ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কামারপাড়ায় নির্বাচনী সভায় ঠিক এই ভাষাতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়৷

এদিনের জনসভা থেকে লাগাতার তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ করেন তিনি৷ হুঁশিয়ারির সুরে বলেন, ‘‘যেইসব মন্ত্রী ভাইরা দিদি দিদি করছেন, তাঁদের জেলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সবাই তৈরি থাকুন৷ সকলেই চিট ফান্ডের টাকা মেরেছেন৷ একে একে সবাই জেলে যাবেন৷’’ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ‘মহিষ’ আখ্যা দিয়ে বলেন, ‘‘তিনি চিটফান্ডের সমর্থনে যে বক্তব্য রেখেছিলেন, সেই ভিডিও আছে আমার কাছে৷ ভোটের পর সেই ভিডিও সিবিআইকে দেব৷ তার পরই গ্রেপ্তার হবেন তিনিও৷’’

Advertisement

[বিজেপিকে ঠেকাতে ভোট বয়কটের ডাক সূর্যকান্তর]

এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা করেন কৈলাস বিজয়বর্গীয়৷ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতিতে না আসতেন, তবে অমিতাভ বচ্চনের থেকেও বড় অভিনেতা হতেন৷ তাঁর নাটকে অমিতাভ বচ্চন হার মেনে যাবে৷’’ কৈলাশের আরও কটাক্ষ, ‘‘মুখ্যমন্ত্রী নিজেকে সৎ দেখানোর জন্য ২০০ টাকার শাড়ি ও ১০০ টাকার হাওয়াই চটি পরেন৷ পুরানো ঘরে থাকেন। অথচ তার ভাইপো ২৫ হাজার টাকার কলম ও ৫০ হাজার টাকার জুতো পরেন৷ তিন লক্ষ টাকার চশমার ফ্রেম তাঁর৷ ১০০ কোটির বাংলোতে থাকে৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেনামি বহু সম্পত্তির তথ্য আমার কাছে আছে৷ সব কিছুর হিসাব আছে রয়েছে আমার কাছে৷’’ ভোটের পর সেই সব সিবিআইকে দেবেন বলেও এদিন শূন্যে গুলি ছোড়েন এই বিজেপি নেতা৷

[‘ত্রুটিপূর্ণ’ নথি জমা, সুপ্রিম কোর্টে বিড়ম্বনায় রাজ্য নির্বাচন কমিশন]

এরপরেই ভারতী ঘোষের উদাহরণ টেনে কৈলাসের বক্তব্য, ‘‘আপনাদের মনে আছে তো, উনিও তৃণমূলের জেলা সভাপতি হিসেবে কাজ করতেন৷ মমতাকে মা বলে ডাকতেন৷ আজ বাংলার পুলিশ তাকে ধরার জন্য তল্লাশি চালাছে৷ উনি বাংলা ছেড়ে পালিয়েছেন৷ উনি যেখানেই থাকুন, আমার সহমর্মিতা রইল ওঁর জন্য৷ যার সাহায্যে উপরে ওঠেন, তাঁদের পিছনে ছুড়ি মারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই ছুরির আঘাত থেকে বাদ যাননি মুকুল রায়ও৷ তিনি একসময় সেকেন্ড কমান্ড ছিলেন৷ গোটা রাজ্যে তিনি সংগঠনের শ্রীবৃদ্ধি করেছেন৷ তার পিছনেও ছুরি পড়েছে৷’’

বুধবার বালুরঘাটের কামারপাড়া হাটখোলা এলাকায় নির্বাচনী প্রচারে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় ছাড়াও ছিলেন জেলা বিজেপির পর্যবেক্ষক সঞ্জীব মিশ্র, বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার, বাপি সরকার-সহ অন্যান্য জেলা নেতৃত্ব৷

[জন্মদিনে বঞ্চনাই জুটল রবীন্দ্রনাথের, সংসদে মালা হাতে দেখা নেই কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement