Advertisement
Advertisement
Kalyan Banerjee

ভোটযুদ্ধে ‘বাউন্ডারি হাঁকানোর’ হুঁশিয়ারি কল্যাণের, ‘বোল্ড হবেন’, পালটা প্রাক্তন জামাইয়ের

শ্রীরামপুরে ভোটের লড়াইয়ে মুখোমুখি প্রাক্তন শ্বশুর-জামাই, কল্যাণ বন্দ্যোপাধ্যায়-কবীরশঙ্কর বোস।

Kabir Shankar Bose attacks TMC's Kalyan Banerjee
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 25, 2024 8:26 pm
  • Updated:March 25, 2024 8:26 pm  

সুমন করাতি, হুগলি: শ্রীরামপুরে ভোটের লড়াইয়ে মুখোমুখি প্রাক্তন শ্বশুর-জামাই, কল্যাণ-কবীরশঙ্কর। দোলের সকালে ভোট প্রচারে বেরিয়েই বাউন্ডারি হাঁকাবেন বলে চ্যালেঞ্জ ছুড়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিকেলে পালটা দিলেন প্রাক্তন জামাই কবীরশঙ্কর বোস। তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন শ্বশুরকে বোল্ড আউট করার হুঁশিয়ারি দিলেন তিনি।

শ্রীরামপুর লোকসভা আসনে তৃণমূলের হয়ে লড়ছেন আইনজীবী তথা বর্ষীয়ান রাজনীতিবিদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি শ্রীরামপুরেরই বিদায়ী সাংসদ। গোটা এলাকা তাঁর হাতের তালুর মতো চেনা। যা ভোটের লড়াইয়ে বাড়তি সুবিধা দেয় তা বলাই বাহুল্য। এদিকে তার বিরুদ্ধে বামেরা প্রার্থী করেছে তরুণ নেত্রী দীপ্সিতা ধরকে। ফলে বিজেপি কাকে প্রার্থী করে সেদিকেই নজর সকলের। রীতিমতো চমক দিয়েছে বিজেপি। শ্রীরামপুর আসনে বিজেপির প্রার্থী কবীরশংকর বোস। যিনি কি না কল্যাণবাবুর প্রাক্তন জামাই। ফলে রাজনৈতিক দ্বন্দ্বের পাশাপাশি দুজনের মধ্যে ব্যাক্তিগত দ্বন্দ্বও রয়েছে, তা বলাই বাহুল্য। এদিন ভোট প্রচার চলাকালীন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রার্থী সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন, বিরোধীরা কোনও ফ্যাক্টর নয়। সাফ বলেন, কোনও প্রার্থী সম্বন্ধে কিছু বলবেন না। মুখ খোলেননি প্রাক্তন জামাইকে নিয়েও। তবে বাউন্ডারি হাঁকাবেন বলে আত্মবিশ্বাসী তিনি।

Advertisement

[আরও পড়ুন: দোলে রঙিন সৌমিত্র, বাইকে সঙ্গী নববিবাহিত স্ত্রী, পরনে হলুদ-লাল রংমিলান্তি পোশাক]

এদিকে এদিন বিকেলে মাহেশ জগন্নাথ মন্দিরে গিয়ে বিজেপির কবীরশংকর বসু বলেন, “আমরা রাজনৈতিক ময়দানে আছি। সবার অতীত আছে, বর্তমানও আছে। তবে এটা হচ্ছে রাজনীতির ময়দান। উনি একজন সিনিয়র আইনজীবী, আমিও একজন আইনজীবী। আমি ওনাকে সম্মান করি। কিন্তু উনি যে দলের প্রতিনিধি হয়ে এখানে দাঁড়িয়েছেন সেই দল দুর্নীতিতে ডুবে আছ। আজকে তাঁদের এই বাংলায় মুখ দেখানোর জায়গা নেই। তাই চোখে চোখ রেখে লড়াই হবে। তিনবারের সাংসদ হতে পারেন উনি। তবে এবার তৈরি হয়ে যান, ৪ জুন ব্যাগ গুছিয়ে ওনাকে বিদায় করবে এখানকার মানুষ। বোল্ড হবেন উনি।” অর্থাৎ কবীরশঙ্কর বুঝিয়ে দিলেন ব্যক্তিগত সমস্যাকে দূরে সরিয়ে রাজনীতির ময়দানে প্রাক্তন শ্বশুরকে টেক্কা দিতে প্রস্তুত তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement