Advertisement
Advertisement

Breaking News

Dilip Ghosh

‘দিলীপবাবুর ঠোঁট ও জিভের চিকিৎসা প্রয়োজন’, ফের বেফাঁস জ্যোতিপ্রিয় মল্লিক

খাদ্যমন্ত্রীর নিশানায় অর্জুন সিংও।

Jyotipriyo Mullick attacks Dilip Ghosh | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 23, 2020 9:44 am
  • Updated:November 23, 2020 9:44 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আক্রমণাত্বক জ্যোতিপ্রিয় মল্লিক। এবার দিলীপ ঘোষকে ঠোট ও জিভের চিকিৎসা করানোর পরামর্শ দিলেন খাদ্যমন্ত্রী। বিঁধলেন বারাকপুরের সাংসদ অর্জুন সিংকেও।

একুশের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই আক্রমণ পালটা আক্রমণে জড়িয়ে পড়ছে রাজনৈতিক দলগুলি। এবার ফের খাদ্যমন্ত্রীর নিশানায় মেদিনীপুরের সাংসদ। দিলীপ ঘোষের ‘বাংলাকে গুজরাত বানাব’ মন্তব্যের পালটা দিতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) প্রশ্ন তুললেন রাজ্য বিজেপির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নিয়ে। বললেন, “যদি ঠোঁট আর মুখ আটকানোর চিকিৎসা করা যায়, তাহলে তাঁর দলীয় নেতৃত্বের কাছে আবেদন করব দিলীপবাবুর যেন সেই ব্যবস্থা করা হয়।” আক্রমণ করলেন অর্জুন সিংকেও। বললেন, “আগে জানতাম রাতের বেলায় অখাদ্য কুখাদ্য খেয়ে কিছু মানুষের পা টলে। এখন দেখছি, দিনের বেলাতেই ব্যারাকপুরের সাংসদ অখাদ্য-কুখাদ্য খেয়ে বাজে বকছেন। এইসব কথা থ্রি-ফোর পাশ ছেলেমেয়েরা বলে।”

Advertisement

[আরও পড়ুন: রাজ্যের ডাকা বৈঠকে গরহাজির রেলকর্তারা, বিলম্বিত হতে পারে নন সুবার্বন ট্রেন পরিষেবা]

এর আগেও একাধিকবার দিলীপ ঘোষ-জ্যোতিপ্রিয় মল্লিক একে অপরকে আক্রমণ করেছেন। বিজেপি সাংসদ চ্যালেঞ্জ ছুঁড়ে বলেছেন, “জ্যোতিপ্রিয় কোথায় দাঁড়াবেন শুধু বলুন। যে কেন্দ্রেই দাঁড়াবেন, ওঁকে হারিয়ে দেব। ওঁকে আর মানুষ চায় না।” পালটা খাদ্যমন্ত্রী বলেন, “উনি পাগলের মতো কথা বলছেন। নিজেদের সংগঠনের জোর নেই অথচ আমাদের হারানোর কথা বলছেন। ভোটের আগে ওঁরাই রাজ্যে অশান্তি তৈরি করছে, অস্ত্র আমদানি করছেন।”

[আরও পড়ুন: তৃণমূল কার্যালয় ভাঙচুর, সাংবাদিককে মারধর, ভারতী ঘোষের মিছিল ঘিরে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement