Advertisement
Advertisement
BJP

ভোটের আগে বঙ্গে বিজেপির রথযাত্রার সূচনায় জেপি নাড্ডা, প্রকাশিত যাত্রাপথ

কবে থেকে শুরু হচ্ছে রথযাত্রা?

JP Nadda will start the BJP's rath yatra in Bengal | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 28, 2021 8:26 pm
  • Updated:March 15, 2021 7:38 pm

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: অবশেষে রথযাত্রার দিনক্ষণ ঘোষণা করল বিজেপি। ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ জোন থেকে শুরু হবে এই কর্মসূচি। ৬ ফেব্রুয়ারি হাওড়া-হুগলি ও মেদিনীপুর জোনের রথযাত্রা শুরু হবে কাঁথি থেকে। রথযাত্রায় বঙ্গ বিজেপির নেতাদের পাশাপাশি থাকতে পারেন কেন্দ্রের নেতারাও।

বাংলা দখলের লক্ষ্যে একুশের নির্বাচনের (West Bengal Assembly Elections 2021) আগে নিজেদের পুরনো এবং পরীক্ষিত রথযাত্রার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নেয় বিজেপি। উদ্দেশ্য, রাজ্যের সবকটি বিধানসভা আসনেই পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া। কিন্তু কবে থেকে শুরু করা হবে তা নিয়ে আলাপ আলোচনা চলছিল। অবশেষে রথযাত্রার দিনক্ষণ স্থির করল বিজেপি। জানা গিয়েছে, ৫ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ জোন থেকে শুরু হবে রথযাত্রা। সূচনা করবেন জেপি নাড্ডা। উত্তরবঙ্গের রথযাত্রা শেষ হবে মালদহে। ৬ ফেব্রুয়ারি কাঁথির পিছাবনী থেকে শুরু হবে হাওড়া-হুগলি ও মেদিনীপুর জোনের রথযাত্রা। ৬৯টি বিধানসভা ছুঁয়ে রথযাত্রা শেষ হবে বেলুড় মঠে (Belur Math)। নবদ্বীপ জোনের রথযাত্রা শুরু হবে চৈতন্যের ভূমি থেকে। শেষ হবে বারাকপুরে। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম নিয়ে রাঢ়বঙ্গ জোনের রথযাত্রার রুট ঠিক হবে আগামিকাল।

Advertisement

[আরও পড়ুন: ‘আমাকে কী শেখাবে, আমি ওদের কান ধরে হিন্দি শেখাব’, মোদিকে খোঁচা মমতার]

একুশের নির্বাচনে বাংলা দখলে মরিয়া বিজেপি। যে কোনও মূল্যে শাসকদলকে হারানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে তাঁরা। সেই কারণেই রথযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছিল গেরুয়া শিবির। ঠিক হয়েছিল এমনভাবে যাত্রাপথ নির্ধারণ করা হবে, যাতে রাজ্যের ২৯৪ আসনেই যাওয়া যায়। এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সবক’টি বিধানসভা কেন্দ্রের মানুষের কাছে পরিবর্তনের বার্তা পৌঁছে দেওয়া যাবে বলে মনে করছে গেরুয়া নেতৃত্ব।

[আরও পড়ুন: ED’র হেফাজত থেকে উধাও রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর ল্যাপটপ-মোবাইল! উঠছে প্রশ্ন]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement