Advertisement
Advertisement

Breaking News

JP Nadda Rajnath Singh Smriti Irani Yogi Adityanath

টার্গেট অনুব্রতর গড়, ভোটের আগে বীরভূমে জনসভা নাড্ডা-রাজনাথ-স্মৃতি-যোগীর

তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে পাত্তা দিতে নারাজ।

JP Nadda, Rajnath Singh, Smriti Irani, Yogi Adityanath to visits Birbhum in this week ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 8, 2021 3:08 pm
  • Updated:February 8, 2021 4:53 pm  

নন্দন দত্ত, সিউড়ি: সামনেই বিধানসভা নির্বাচন (Assembly Election 2021)। এবারের হাইভোল্টেজ ভোটে বাংলা দখলে মরিয়া বিজেপি। একাধিকবার শীর্ষ নেতৃত্ব বাংলায় আসছেন। জেলায় জেলায় নানা কর্মসূচি পালন করছেন তাঁরা। এবার গেরুয়া শিবিরের টার্গেট অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) গড়। জেপি নাড্ডা, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, যোগী আদিত্যনাথ এবং একাধিক রাজ্য নেতৃত্ব আসতে চলেছেন বীরভূমের বিভিন্ন প্রান্তে।

মঙ্গলবার অনুব্রতর গড়ে পা রাখতে চলেছেন জেপি নাড্ডা (JP Nadda)। এদিন বেলা ১২টা নাগাদ তারাপীঠ হেলিপ্যাডে পৌঁছবে তাঁর বিমান। সাড়ে বারোটা নাগাদ হেলিকপ্টারে তারাপীঠ মন্দিরে পৌঁছনোর কথা নাড্ডার। সেখানে পুজো দেবেন। জানা গিয়েছে, প্রতিদিন বারোটা নাগাদ তারাপীঠ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায়। তবে নাড্ডার জন্য খোলা রাখা হবে দরজা। আটজন পুরোহিতের কোভিড টেস্টও করা হয়েছে। তারামাকে বেনারসী দেবেন নাড্ডা। তাঁকে মণ্ডা প্রসাদ হিসাবে দেওয়া হবে। তারপর ছিলার মাঠে যাওয়ার কথা। জনসভায় রাখতে পারেন বক্তৃতা। তারপরই পরিবর্তন যাত্রার সূচনা করবেন। সোমবার বিকেলে সরেজমিনে মাঠ পরিদর্শন করতে পারেন কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayavargiya), মুকুল রায়েরা (Mukul Roy)। এরপর ঝাড়গ্রামে চলে যাবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সেখানেও পরিবর্তন যাত্রার সূচনা করার কথা তাঁর। বিকেল পাঁচটা নাগাদ স্বাগত সভায় যোগ দেবেন। যাবেন শিলদা। ভৈরব মন্দিরে পুজো দেওয়ার পর যোগ দেবেন জনসভায়। তারপর আসবেন খড়গপুরে। সেখানেই রাত কাটানোর কথা বিজেপির সর্বভারতীয় সভাপতির। বুধবার কালিকুণ্ডায় বায়ুসেনা ছাউনি থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন নাড্ডা।

Advertisement

[আরও পড়ুন: পরিবর্তন রথযাত্রায় বাধা দেওয়ার অভিযোগ, পুলিশ-বিজেপি কর্মী হাতাহাতিতে রণক্ষেত্র বেলডাঙা]

বীরভূম জেলা বিজেপি সূত্রে খবর, ৯ থেকে ১৩ ফেব্রুয়ারি গোটা জেলায় ৩২৮ কিমি পরিবর্তন যাত্রা করা হবে। তাতেই নেতৃত্ব দেবেন শীর্ষ বিজেপি নেতৃত্ব। নানুরে সভা করবেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ভোটের আগে অনুব্রতর গড়ের নেতানেত্রীদের উজ্জীবিত করতে আসবেন স্মৃতি ইরানি (Smriti Irani) এবং রাজনাথ সিংও (Rajnath Singh)। শোনা যাচ্ছে, বর্ধমানেও জনসভা করতে পারেন তাঁরা। এছাড়াও শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষের মতো রাজ্য নেতৃত্ব তো রয়েছেন। তাঁরা একাধিক জনসভা করতে পারেন। এ বিষয়ে যথেষ্ট উচ্ছ্বসিত গেরুয়া শিবির। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “উন্নয়নের নামে রাজ্য সরকারের ভাঁওতাবাজির কথা সকলের সামনে তুলে ধরতেই আসবেন শীর্ষ নেতৃত্ব।” তবে তৃণমূল নেতৃত্ব বিষয়টিকে পাত্তা দিতে নারাজ। তৃণমূলের (TMC) বীরভূম জেলা কো-অর্ডিনেটর অভিজিৎ সিংহ বলেন, “যাঁরা আসছেন তাঁরা বহিরাগত। আসবেন, জেলায় ঘুরবেন, উন্নয়ন দেখবেন, ফিরে যাবেন। কোনও প্রভাব পড়বে না।”

[আরও পড়ুন: কর্মিসভায় কোন্দল, পঞ্চায়েত প্রধানের সঙ্গে তীব্র কথা কাটাকাটি কল্যাণের, অস্বস্তিতে তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement