স্টাফ রিপোর্টার: ২০১৩ সালের প্যানেলের ভিত্তিতে নিযুক্ত সিভিক পুলিশ ভলান্টিয়ারদের চাকরির মেয়াদ ৩১ ডিসেম্বর থেকে বেড়ে হল ১৫ জানুয়ারি৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রের ডিভিশন বেঞ্চ৷ এর আগে সিভিক পুলিশ নিয়োগে অনিয়মের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় ২০১৩ সালে রাজ্যজুড়ে নিয়োগ হওয়া সিভিক পুলিশ ভলান্টিয়ারদের চাকরির মেয়াদ চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বেঁধে দেন হাই কোর্টের বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়৷ বিচারপতি বন্দ্যেপাধ্যায়ের সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে পাল্টা মামলা করে রাজ্য সরকার৷ সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে৷
সিভিক পুলিশ ভলান্টিয়ারদের চাকরির মেয়াদ স্থির করার পাশাপাশি নিয়োগে দুর্নীতি হয়েছে কি না তা খতিয়ে দেখতে অর্থ দফতরের প্রধান সচিব, পরিবহণ সচিব ও বিধানগরের পুলিশ কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেন বিচারপতি বন্দ্যোপাধ্যায়৷ সেই নির্দেশ মতো কোনও কমিটি আদৌ গঠিত হয়েছে কিনা আগের শুনানির দিন তা জানতে চায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ এদিন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র ডিভিশন বেঞ্চে জানান, রাজ্য সরকার যেহেতু বিচারপতি বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে তাই ওই কমিটি গঠন করা হয়নি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.