Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে ফের সক্রিয় জেএমবি! চুঁচুড়া থেকে গ্রেপ্তার জঙ্গি দলের লিংকম্যান

বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককেও গ্রেপ্তার করেছে হাওড়া সিটি পুলিশ৷

JMB terrorist nabbed from Chinsurah

ছবি: প্রতীকী

Published by: Kumaresh Halder
  • Posted:November 2, 2018 3:18 pm
  • Updated:November 2, 2018 3:18 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকার পর ফের শক্তি বাড়িয়ে বাংলায় মাথা তোলার চেষ্টা শুরু করেছে জেএমবি৷ তবে, চেষ্টাই সার৷ হাওড়া সিটি পুলিশের অভিযানে সমস্ত জারিজুরির পর্দাফাঁস জেএমবির লিংকম্যানের৷ চুঁচুড়া থেকে গ্রেপ্তার জেএমবির অন্যতম লিংকম্যান৷  

[বেঁকে বসেছেন মিল মালিকরা, সহায়ক মূল্যে ধান কিনছে রাজ্য]

গোপন সূত্রে খবর পেয়ে চুঁচুড়ার ধান গবেষণা কেন্দ্র থেকে বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদিনের এক লিংকম্যানকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ৷ বৃহস্পতিবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের বিশেষ তদন্তকারী দল৷ জেএমবির লিংকম্যানকে গ্রেপ্তারের পাশাপাশি বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে৷ ধৃতদের সঙ্গে জেএমবির কোনও যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখার কাজ চলছে৷ ধৃতদের পৃথক পৃথক ভাবে জেরার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ৷ মূল অভিযুক্ত জেএমবির লিংকম্যানকে দফায় দফায় জেরার কাজ শুরু করেছে পুলিশ৷ ধৃতদের কাছ থেকে দু’টি মোবাইল-সহ বেশ কিছু নথি-পত্র উদ্ধার হয়েছে৷ পুলিশের প্রাথমিক অনুমান, জঙ্গি শিবিরে সদস্য সংখ্যা বাড়ানোই ছিল ধৃতের প্রধান কাজ৷ এমনকি, বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মিশে স্থানীয়  যুবক-যুবতীদের ‘মগজ ধোলাই’–-এর করা হত বলেও প্রাথমিক জেরায় জানতে পেরেছে পুলিশ৷

Advertisement

[পনেরো বছর পর ধর্ষণের কলঙ্ক থেকে মুক্ত যুবক]

পশ্চিমবঙ্গে তৈরি বিস্ফোরক ও আইইডি দিয়েই ভারতে প্রথম নাশকতা ঘটানোর ছক ছিল জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর। ইনটেলিজেন্স ব্যুরো (আইবি) ও অসম পুলিশের দাবিতে তোলপাড় ফেলে দিয়েছিল বঙ্গ রাজনীতিতে৷ ২০০৫-এর ১৭ অগস্ট বাংলাদেশের ৩০০টি জায়গায় হওয়া ৪৬০টি বিস্ফোরণের কায়দাতেই এই নাশকতার ছক কষা হয়েছিল। কিন্তু খাগড়াগড় বিস্ফোরণে দু’জনের নিহত হওয়া ও সেই সূত্রে জঙ্গি চক্র ফাঁস হয়ে যাওয়ায় গোটা পরিকল্পনা ভেস্তে যায়৷ শুরু হয় ম্যারাথন অভিযান৷ পুলিশের জালে ধরা দিতে বাধ্য হয় আইএসের শাখা সংগঠন জেএমবির মাথারা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement