অর্ণব আইচ: রাজ্যে আরও এক জেএমবি (JMB) জঙ্গিদের লিংকম্যানের হদিশ। বৃহস্পতিবার সকালে বারাসত থেকে অভিযুক্ত রাহুল সেন ওরফে রাহুল কুমারকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (Kolkata Police STF)। অভিযোগ, রাহুল ওরফে লালু ‘হুন্ডি’ ব্যবস্থার মাধ্যমে জেএমবি জেহাদিদের টাকাপয়সার জোগান দিত। এমনকী, নাজিউর-সহ একাধিক বাংলাদেশি জঙ্গিকে লজিস্টিক সাপোর্ট দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সূত্রের খবর, আজই ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে তাকে।
দিন কয়েক আগেই খাস কলকাতা থেকে তিন বাংলাদেশি সন্ত্রাসবাদিকে হাতেনাতে পাকড়াও করে এসটিএফ। তার পর থেকেই তাদের লিংকম্যানদের খোঁজে জাল পেতেছে পুলিশ। চলছে চক্রের শিকড়ের খোঁজ। সেই তদন্তে নেমেই পুলিশের খাতায় উঠে আসে বারাসতের বাসিন্দা রাহুল ওরফে লালুর নাম। জানা যায়, জনৈক রাহুল সেন ওরফে রাহুল কুমার ওরফে লালু টাকা পয়সার জোগান দিত নাজিউরদের। বিদেশ থেকে আসা টাকা লালুর মাধ্যমেই পৌঁছে যেত জেএমবি সন্দেহভাজনদের কাছে। শুধু টাকাপয়সাই নয়, লালু অন্যান্য লজিস্টিক সাপোর্টও দিত তাদের। উল্লেখ্য, হুন্ডি ব্যবস্থাও হল এক ধরনের হাওয়ালা ব্যবস্থা। যার মাধ্যমে বিদেশ থেকে টাকার জোগান আসত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.