Advertisement
Advertisement

Breaking News

রাজ্যে ৩৪০০ কোটি টাকা লগ্নির ঘোষণা জিন্দালদের

নতুন করে রাজ্যে বিনিয়োগে উদ্যোগী হয়েছে এই শিল্পগোষ্ঠী৷

 jindal group is going to make fresh investment worth Rs 3400 crore in Bengal
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:October 18, 2016 4:57 pm
  • Updated:January 28, 2020 4:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর পরই বাংলার জন্য সুখবর নিয়ে এলেন জিন্দালরা৷ নতুন করে প্রায় ৩৪০০ কোটি টাকা লগ্নি করতে চলেছে তারা৷ মঙ্গলবার শিল্পপতি সজ্জন জিন্দালকে পাশে নিয়ে এ কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷

এর আগেও বাংলায় শিল্প গড়ার কথা ছিল জিন্দালদের৷ তবে নানা জটিলতায় তা সম্ভব হয়নি৷ এবার নতুন করে রাজ্যে বিনিয়োগে উদ্যোগী হয়েছে এই শিল্পগোষ্ঠী৷ প্রায় ৩৪০০ কোটি বিনিয়োগ করবে তারা৷ দ্বিগুণ হবে সিমেন্ট উৎপাদন৷ মুখ্যমন্ত্রী জানালেন, এই প্রজেক্টের ফলে অন্তত ৩০০০ কর্মসংস্থানও হবে রাজ্যে৷ শিল্প স্থাপনের পাশাপাশি আরও কিছু পরিকল্পনা আছে জিন্দালদের৷ এর আগে শিল্প স্থাপনের জন্য কৃষকদের জমি অধিগ্রহণ করা হয়েছিল৷ কিন্তু পরে সে জমি ফিরিয়ে দিতে ইচ্ছুক হয় এই শিল্পগোষ্ঠী৷ যদিও কৃষকরা জানান, তাঁরা জমি ফেরত চায় না৷ বরং তাঁদের দাবি, জমির বদলে কর্মসংস্থান৷ সে দাবি মেটাতেই কো-অপারেটিভ ফার্মিংয়ের ভাবনা জিন্দালদের৷ সমবায় গড়ে কৃষকদের আয় বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷  জমি নেওয়া হয়েছিল যে কৃষকদের থেকে এর ফলে উপকৃত হবেন তাঁরাই৷ এদিন সজ্জন জিন্দাল জানালেন, আগামী তিন বছরের মধ্যেই শেষ হবে এই কর্মকাণ্ড৷ তিনি আরও জানান, এই মুহূর্তে বাংলায় শিল্প স্থাপনের শান্তিপূর্ণ পরিবেশ রয়েছে৷ নেপাল, ভূটান, বাংলাদেশ, মায়ানমার জুড়ে তাঁদের শিল্পবিস্তারের ক্ষেত্রে বাংলা যে গেটওয়ে হয়ে উঠবে তাও জানিয়ে রাখলেন তিনি৷

Advertisement

নতুন এই বিনিয়োগের খবর রাজ্যবাসীকে দিয়ে জিন্দালদের স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী৷ জানালেন, শুভ বিজয়ার পর রাজ্যবাসীর জন্য বিজয়ার উপহার এনেছে জিন্দালরা৷ জিন্দালরা স্থানীয়দের প্রশিক্ষণ দিয়ে তাঁদের কাজের উপযোগী করে তুলবেন বলেও জানা তিনি৷ সরকারের দ্বিতীয় দফায় যে শিল্পস্থাপনের লক্ষ্যমাত্রা নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এর ফলে সে পথে তিনি আরও এক ধাপ এগোলেন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement