Advertisement
Advertisement

Breaking News

ভিনরাজ্যের যুবকের রহস্যমৃত্যু দু্র্গাপুরে, ‘ফেসবুক ফ্রেন্ড’-এর ফ্ল্যাটে মিলল দেহ

গ্রেপ্তার 'গৃহবধূ' বান্ধবী ও তাঁর স্বামী।

Jharkhand youth found dead in Durgapur house
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 8, 2018 11:14 am
  • Updated:February 8, 2018 11:14 am  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর:  কেন্দ্রীয় সরকারি সংস্থার উচ্চপদে চাকুরে যুবক। বাড়ি ধানবাদে। ফেসবুকে দুর্গাপুরের এক ‘সুন্দরী গৃহবধূর’ সঙ্গে আলাপ হয়েছিল। সেই বন্ধুত্ব থেকে ঘনিষ্ঠতা। ফোনেও নিয়মিত যোগোযোগ ছিল দু’জনের। মঙ্গলবার দুর্গাপুরে  ‘ফেসবুক ফ্রেন্ড’-এর  ফ্ল্যাট থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।  মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই গৃহবধূ ও তাঁর স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।  ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে।

[জলদাপাড়ায় গন্ডার পাচারচক্রের হদিশ, গ্রেপ্তার এক শার্প শুটার-সহ ৬ চোরাকারবারী]

Advertisement

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের ধানবাদের ঝরিয়া থানা এলাকার বাসিন্দা বিশ্বনাথ নাগ। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিসিসিএলে উচ্চপদে চাকরি করতেন তিনি। বছর তিনেক আগে ফেসবুকে বিশ্বনাথকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান দুর্গাপুরের বাসিন্দা মৌসুমি ভট্টাচার্য। তিনি বিবাহিত। সিটি সেন্টারে স্বামীর সঙ্গে থাকেন মৌসুমি। মৌসুমির স্বামী শান্তনু একটি বেসরকারি মোবাইল সংস্থায় চাকরি করতেন। তবে তিনি এখন পুরোপুরি বেকার। তাঁর স্ত্রীর সঙ্গে ভিনরাজ্যের ওই যুবকের ফেসবুকেই বন্ধুত্ব, পরে ঘনিষ্ঠতা। তদন্তকারীদের দাবি, ফোনে যোগাযোগ তো ছিলই, দুর্গাপুরে মৌসুমির ফ্ল্যাটেও আসতেন বিশ্বনাথ। ওই গৃহবধূকে প্রতি মাসে ১০ হাজার টাকাও দিতেন তিনি। স্কুটি কেনার জন্যও বিশ্বনাথের কাছ টাকা নিয়েছিলেন মৌসুমী। মঙ্গলবার দুর্গাপুরে বন্ধুর ফ্ল্যাট  থেকে ওই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ধানবাদে বিশ্বনাথের পরিবারকেও খবর দিয়েছে পুলিশ। এই ঘটনা জানাজানিতে হতেই চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরে।

[উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদের জন্য জমা পড়ল ৯০টি আবেদনপত্র]

মৌসুমি ভট্টাচার্য ও তাঁর স্বামীর শান্তনুর বিরুদ্ধে খুনের অভিযোগ এফআইআর করেছে মৃতের পরিবার। অভিযুক্তদের গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশের ডিসি-১ অভিষেক মোদি জানান,  “প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার ঘটনা বলেই মনে হচ্ছে। কোনওকারণে বন্ধুত্বে চিড় ধরায় সম্ভবত মানসিক অবসাদের ভুগছিলেন ওই যুবক। কিন্তু, মৃতের পরিবারের লোকেরা খুনের অভিযোগ দায়ের করেছেন। তাই সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’

ছবি: উদয়ন গুহরায়

[গরমেও মিলছে শীতের সবজি, ‘সবুজ বিপ্লবে’ লাভের মুখ দেখছেন কৃষকরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement