Advertisement
Advertisement

Breaking News

Jhargram

আবাস যোজনায় ‘দুর্নীতি’, প্রতিবাদে পঞ্চায়েত অফিসে সংসার পাতলেন ঝাড়গ্রামের বাসিন্দা!

সবজি কেটে পঞ্চায়েতেই হল রান্না।

Jhargram family protest against TMC leader on PM Awas Yojana fund | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 11, 2023 4:31 pm
  • Updated:January 11, 2023 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবাস যোজনায় দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে অশান্তি চলছে। এরই মাঝে অভিনব প্রতিবাদ। আবাস যোজনার বাড়ি না পেয়ে পরিবার নিয়ে পঞ্চায়েত অফিসে এক ব্যক্তি। সেখানেই রান্নাবান্না করে সারলেন খাওয়াদাওয়া।

ব্যাপারটা কী? জানা গিয়েছে, ঝাড়গ্রামের বেলপাহাড়ির শিলদা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা মণিকাঞ্চন দত্ত। আবাস যোজনার বাড়ি তৈরির জন্য আবেদন করেছিলেন তিনি। অভিযোগ, ২০১৭-১৮ সালে যে তালিকা তৈরি হয়েছিল সেখানে জালিয়াতি করে বদলে দেওয়া হয়েছিল মণিকাঞ্চনের অ্যাকাউন্ট নম্বর। সেখানে নাকি দেওয়া হয় তৃণমূলের বুথ সভাপতি পঞ্চানন দত্তের অ্যাকাউন্ট নম্বর। অভিযোগকারীর দাবি, তাঁর প্রাপ্য আবাস যোজনার টাকা চলে যায় ওই তৃণমূল নেতার অ্যাকাউন্টে। টের পেয়ে নাকি পঞ্চায়েত প্রধানকে গোটা বিষয়টা জানান মণিকাঞ্চন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে ধীরে ধীরে টাকা ফিরিয়ে দেবেন তৃণমূল নেতা।

Advertisement

[আরও পড়ুন: ফের ধরাশায়ী রাম-বাম জোট, শুভেন্দুর জেলাতেই সমবায় নির্বাচনে বিরাট জয় তৃণমূলের]

মণিকাঞ্চনের অভিযোগ, প্রথমে কিছু টাকা দিলেও পরবর্তীতে টাকা দিতে অস্বীকার করেন পঞ্চানন দত্ত। এদিকে বাড়ি না থাকায় বসবাসে প্রবল সমস্যা হচ্ছে তাঁর। সেই কারণে আচমকা রান্নার জিনিসপত্র, সবজি নিয়ে পঞ্চায়েত অফিসে হাজির হন মণিকাঞ্চন। সেখানেই চলে রান্না। খাওয়া দাওয়া সারে গোটা পরিবার। মণিকাঞ্চনের কথায়, “আমার টাকায় নেতা বাড়ি বানাচ্ছে, এসি কিনছে, আমি ঘরে থাকতে পারছি না। এটা হবে না। তাই আমি পঞ্চায়েতেই থাকব।” পঞ্চায়েত প্রধান জানিয়েছেন, পঞ্চানন দত্তের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘আমি না জিতলে মমতা বন্দ্যোপাধ্যায়ও নবান্নে বসবেন না’, বেফাঁস পাঁচলার বিধায়ক]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement