সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনিচ্ছায় বিয়ে। তার পর মানিয়ে নেওয়ার হাজারও চেষ্টা করেও ব্যর্থ! তার জেরেই আত্মহত্যার সিদ্ধান্ত? ঝাড়গ্রামের মৃত চিকিৎসকের স্ত্রীকে পাঠানো শেষ চিঠি বলছে সে কথাই। কিন্তু কেন অনিচ্ছায় বিয়ে করেছিলেন দীপ্র ভট্টাচার্য? তা ভাবাচ্ছে তদন্তকারীদের।
মৃত্যুর আগে পাঠানো শেষ মেসেজে দীপ্রর স্ত্রীর প্রতি গভীর সম্মান ফুটে উঠেছে। তাঁদের বৈবাহিক জীবন যে আর পাঁচজনের মতো স্বাভাবিক ছিল না, তাও স্পষ্ট। মেসেজে তিনি স্ত্রীকে জানিয়েছেন হাজার চেষ্টা করেও পুরনো ঘা ভুলে এগোতে পারছিলেন না তিনি। স্ত্রী তাঁর তরফে সম্পূর্ণ সহযোগিতা করলেও তিনি পারেননি ভালোবাসা ফিরিয়ে দিতে। লিখেছেন, “তোর জন্য কিছু হয়নি…আমার শেষ ইচ্ছে, তুই আমাকে ভুলে যাস, নতুন করে জীবন শুরু করিস…যতদিন তুই সেটা করছিস, যতদিন না তুই মুভ অন করছিস, আমি শান্তি পাব না। আমার আত্মা শান্তি পাবে না। তোর জীবন সবে শুরু…অনেক কিছু করার বাকি আছে। হ্যাঁ আমি তোকে ভালোবাসতে পারিনি, পুরোটাই একটা চেষ্টা ছিল। আমি তোকে ঠকিয়েছি। আমি বিয়েটা করতে চাইনি। ট্র্যাপে পড়ে গিয়েছিলাম। ভেবেছিলাম পারব। অনেক চেষ্টা করেছি, পারিনি।”
ওই মেসেজেই স্ত্রীকে তাঁর বাড়িতেই থেকে যাওয়ার কথা বলেছেন দীপ্র। জানিয়েছেন, সমস্ত পাসওয়ার্ড কোথায় রয়েছে। এমনকী কীভাবে লোন পরিশোধ করবে, তাও লিখে গিয়েছেন তিনি। এই মেসেজেই স্পষ্ট, কোনও চাপের মুখে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন দীপ্র। কিন্তু কী ঘটেছিল? তা জানার চেষ্টায় তদন্তকারীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.