Advertisement
Advertisement
বিজেপি নেতা

ছেলের সহপাঠীকে যৌন নির্যাতনের অভিযোগ, ধৃত ঝাড়গ্রামের বিজেপি নেতা

বিজেপি নেতার চরম শাস্তির দাবিতে এলাকায় পোস্টার.

Jhargram district BJP leader held for molesting minor girl
Published by: Subhamay Mandal
  • Posted:December 4, 2019 12:46 pm
  • Updated:December 4, 2019 2:09 pm  

সুনীপা চক্রবর্তী, ঝাড়গ্রাম: ছেলের নাবালিকা সহপাঠীকে শ্লীলতাহানি ও যৌন নির্যাতনের অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে। পুলিশ ওই বিজেপি নেতাকে গ্রেপ্তার করেছে। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বিনপুর থানার শিলদা এলাকায়। পুলিশ অভিযুক্ত বিজেপি নেতা চিন্ময় মণ্ডলকে মঙ্গলবার ঝাড়গ্রাম আদালতে তোলে। অভিযুক্তের চার দিন পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, চিন্ময় মণ্ডল প্রাক্তন এসসি মোর্চার জেলা সভাপতি। এদিকে এই ঘটনার পরে শিলদা এলাকায় ওই ব্যক্তির শাস্তির দাবিতে তৃণমূলের পক্ষ থেকে পোস্টার দেওয়া হয়েছে।  

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বিজেপি নেতা চিন্ময় মণ্ডলের ছেলের জন্মদিন ছিল। জন্মদিনের অনুষ্ঠানে ওই কিশোরীকে আমন্ত্রণ করেছিল চিন্ময় মণ্ডলের ছেলে। অনুষ্ঠান শেষে ফোন করে ডেকে দেওয়ার জন্য চিন্ময় মণ্ডলকে বলে এসেছিলেন। দীর্ঘ সময় হয়ে যাওয়ায় কোনও ফোন না আসায় কিশোরীর বাবা তাদের বাড়িতে যান। সেখানে গিয়ে জানতে পারেন, তার মেয়েকে গাড়িতে করে বাড়ি পৌছনোর জন্য চিন্ময় নিয়ে গিয়েছে। অভিযুক্ত চিন্ময়কে ফোন করেন বালিকার বাবা। অভিযুক্ত ফোন রিসিভ করে। ওই সময় মেয়েটি বুদ্ধি খাটিয়ে চিৎকার করে জানিয়ে দেয় তাকে চিন্ময় একটি নির্জন মাঠে নিয়ে এসেছে। এরপরেই কিশোরীর বাবা বাইক নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে হাতেনাতে পাকড়াও করে অভিযুক্ত বিজেপি নেতা চিন্ময়কে। পরে বিনপুর থানার পুলিশ গিয়ে অভিযুক্ত চিন্ময় মণ্ডলকে গ্রেপ্তার করে বিনপুর থানায় নিয়ে আসে।

Advertisement

[আরও পড়ুন: দাঁতনে তৃণমূলের ‘দাদাগিরি’! মূত্রপান করানোর অভিযোগ বিজেপি কর্মীর মাকে]

এদিকে মঙ্গলবার সকাল থেকেই গোটা শিলদা এলাকার মানুষ বিজেপি নেতা অভিযুক্ত চিন্ময় মণ্ডলের নামে উপযুক্ত শাস্তির দাবিতে পোস্টার দিয়েছে বিভিন্ন জায়গায়। উল্লেখ্য, গত পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলা পরিষদের ১৪ নম্বর আসনে তৃণমূলের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল চিন্ময়। এবিষয়ে বিজেপির জেলা সভাপতি সুখময় শতপথী বলেন, “ঘটনার সত্য মিথ্যা আমি জানি না। তবে ঘটনার সত্যতা যাচাই করা হোক। তদন্তে দোষী প্রমাণিত হলে আইনগত ভাবে তাঁর শাস্তি হোক।” এইবিষয়ে ঝাড়গ্রাম জেলা পরিষদের পরিষদের কর্মাধ্যক্ষ তথা তৃণমুল জেলা নেতা উজ্জ্বল দত্ত বলেন, “আগামী দিনে বিজেপি ক্ষমতায় এলে কী হতে পারে সেটা মানুষজন এখন থেকে অনুভব করুক। যে কোনও দোষের ক্ষেত্রে যা শাস্তি হওয়া দরকার সেটাই হবে। বিজেপির সংস্কৃতি কি তা মানুষ বুঝে গিয়েছে।”

ছবি : প্রতীম মৈত্র

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement