Advertisement
Advertisement
Hoogly

ফাঁকা বাড়িতে দেদার লুটপাট! পুরী থেকে ফিরে মাথায় হাত দম্পতির

তদন্ত শুরু করেছে পুলিশ।

Jewellery stolen from Hoogly house while couple went on a vacation | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 31, 2023 7:25 pm
  • Updated:December 31, 2023 7:25 pm  

সুমন করাতি, হুগলি: পুরী (Puri) বেড়াতে গিয়েছিলেন হুগলির দম্পতি। ফিরতেই মাথায় হাত। ফাঁকা বাড়িতে দেদার লুটপাট চালিয়েছে চোর। উধাও টাকা-পয়সা এমনকী ঠাকুরের গয়নাও! ঘটনাটি ঘটেছে হুগলির (Hooghly) চুঁচুড়ায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

হুগলির চুঁচুড়া পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের চুঁচুড়া অন্তরবাগানের মেইন রাস্তার উপর মণ্ডল বাড়ি। সম্প্রতি মণ্ডল দম্পতি পুরী বেড়াতে গিয়েছিলেন। ফাঁকাই ছিল বাড়ি। শনিবার বাড়ি ফেরেন তাঁরা। ফিরতেই মাথায় হাত। মণ্ডল দম্পতির দাবি, আলিমারি থেকে উধাও টাকা-পয়সা। এখানেই শেষ নয়, ঠাকুরঘরের প্রতিমার রুপোর অলংকারও নেই। শনিবার রাতেই এবিষয়ে পুলিশে লিখিত অভিযোগ জানানো হয়েছে পরিবারের তরফে।

Advertisement

[আরও পড়ুন:‘মা, আমি কি VIP?’, তৈমুরের অবুঝ প্রশ্নের উত্তরে কী বললেন করিনা?]

রবিবার সকালে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। জনপ্রতিনিধি দিব্যেন্দু অধিকারী বলেন, বাড়ির জানালার রড কেটে আলমারিতে থাকা টাকা, পয়সা-সহ সর্বস্ব নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। এই ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মণ্ডল দম্পতি। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।

[আরও পড়ুন: SSKM-এ মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার নিয়ে ‘মিথ্যাচার’ শুভেন্দুর, কড়া জবাব দিল তৃণমূল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement