Advertisement
Advertisement

Breaking News

তৃণমূল

মদনের প্রচারে উঠল ‘গো ব্যাক’ স্লোগান, উত্তেজনা কাঁকিনাড়া বাজারে

তৃণমূল প্রার্থীর প্রচারে হাজির ছিলেন অভিনেতা শক্তি কাপুর ও ভোজপুরী নায়িকা রানি চট্টোপাধ্যায়।

‘Jay Sree Ram’ slogan chants in Madan Mitra's poll rally
Published by: Tanujit Das
  • Posted:May 8, 2019 7:18 pm
  • Updated:May 8, 2019 7:18 pm  

আকাশনীল ভট্টাচার্য, বারাকপুর: ভাটপাড়া বিধানসভার উপ-নির্বাচনে তৃণমূল প্রার্থী মদন মিত্রের নির্বাচনী প্রচারে শোনা গেল ‘জয় শ্রীরাম’ স্লোগান৷ উঠল ‘গো ব্যাক’ ধ্বনি৷ ঘটনাকে কেন্দ্র করে বুধবার বিকালে উত্তেজনা  ছড়ায় কাঁকিনাড়া বাজার এলাকায়৷ সূত্রের খবর, ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ৷ তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ এবং বিক্ষোভকারীদের সরিয়ে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করে৷ ঘটনার সম্পূর্ণ দায় বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের উপরেই চাপিয়েছেন মদন মিত্র৷ এছাড়াও টিটাগড়ের ঘিদহ এলাকায় তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে৷ তাৎপর্যপূর্ণভাবে এদিনই মদন মিত্রের মিছিলে চমক দিতে উপস্থিত ছিলেন অভিনেতা শক্তি কাপুর।

[ আরও পড়ুন: রমজান নিয়ে ‘রাজনীতি’! নেটদুনিয়ায় কটাক্ষের শিকার মিমি ]

Advertisement

নির্বাচন শুরুর আগে থেকেই সংবাদ শিরোনামে রয়েছে বারাকপুর ও ভাটপাড়া৷ তৃণমূল-বিজেপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ছবি উঠে এসেছে এই অঞ্চল থেকে৷ ভাটপাড়া বিধানসভা উপ-নির্বাচনে এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রকে৷ জানা গিয়েছে, বুধবার ভাটপাড়ার গোলঘর এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন মদন মিত্র৷ সেই মিছিল কাঁকিনাড়া বাজার এলাকায় পৌঁছালে, মিছিলকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ ও ‘গো ব্যাক’ ধ্বনি দিতে শোনা যায় স্থানীয়দের একাংশকে৷ তৃণমূলের দাবি, তাঁরা সকলেই বিজেপির সমর্থক৷ এরপরই এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷ দু’পক্ষের মধ্যে বচসা শুরু হওয়ার অবস্থা তৈরি হয়৷ সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও ব়্যাফ৷ তাঁরাই পরিস্থিতি সামাল দেয়৷ দুই দলের সমর্থকদের অন্যত্র সরিয়ে নিয়ে যায় বাহিনী৷ তারপরই এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়৷

[ আরও পড়ুন: সকালে পঠনপাঠন চালুর দাবিতে আন্দোলনে নামলেন প্রাথমিক শিক্ষকরা ]

ঘটনার সমস্ত দায় বারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের উপরেই চাপিয়েছেন মদন মিত্র৷ তাঁর অভিযোগ, এলাকায় উত্তেজনা তৈরির উদ্দেশ্যেই দুষ্কৃতীদের দিয়ে একাজ করিয়েছেন ভাটপাড়ার প্রাক্তন বিধায়ক৷ ‘গো ব্যাক’ ধ্বনিকে পাত্তা দিতে নারাজ মদন মিত্র জানান, ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া হয়েছে তৃণমূলের মঙ্গল চেয়েই৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অর্জুন সিংয়ের ঘনিষ্ঠ মহল৷ তাঁদের দাবি, হেরে যাওয়ার ভয়ে শুধু একের পর এক নাটক করে চলেছেন মদন মিত্র৷  এদিন মদন মিত্রর সঙ্গে নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা শক্তি কাপুর ও ভোজপুরী নায়িকা রানি চট্টোপাধ্যায়। কেবল মদন মিত্রই নয়, এদিন সকালে ভাটপাড়া পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন ওই বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা অর্জুনপুত্র পবন সিং-ও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement