নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: ছুটিতে ছিলেন, কয়েক দিন আগে কাজে যোগ দিয়েছিলেন। সোমবার সকালে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন এক বিএসএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা বাগদায় ভারত-বাংলাদেশ সীমান্তের বিএসএফ ক্যাম্পে।
মৃতের নাম তিরথ কুমার সিং। বাড়ি, ছত্তিশগড়ে। বিএসএফের ২৩ নম্বর ব্যাটেলিয়নের জওয়ান ছিলেন তিরথ। জানা গিয়েছে, ছুটিতে ছত্তিশগড়ের বাড়িতে গিয়েছিলেন ওই বিএসএফ জওয়ান। দিন কয়েক আগে উত্তর ২৪ পরগনার বাগদায় সলক ক্যাম্পে কাজে যোগ দেন তিনি। সোমবার দুপুরে গুলির শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা। মৃতের সহকর্মীরা জানিয়েছেন, বাংলাদেশ সীমান্তে বিএসএফের ক্যাম্পের কাছে গুলিবিদ্ধ অবস্থায় পড়েছিলেন তিরথ। তাঁর বুকের বাঁ-দিকে গুলি ক্ষত ছিল। তড়িঘড়ি ওই বিএসএফ জওয়ানকে আনা হয় বাগদা গ্রামীণ হাসপাতালে। কিন্তু, শেষরক্ষা হয়নি। সীমান্তরক্ষী বাহিনীর জওয়ান তিরথকুমার সিং-কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠানো হয়েছে বনগাঁ মহকুমা হাসপাতালে। জানা গিয়েছে, প্রাথমিক তদন্তে ওই বিএসএফ জওয়ান যে আত্মহত্যাই করেছেন, তাতে কোনও সন্দেহ নেই বিএসএফ কর্তৃপক্ষের। তবে আত্মহত্যার কারণ তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ঘটনা নিয়ে অবশ্য মুখ খুলতে চাইছে না বিএসএফ।
দিন কয়েক আগে নদিয়ার গেদে সীমান্তে বিএসএফের অস্থায়ী ক্যাম্পে সার্ভিসের গুলি লেগে প্রাণ গিয়েছিল এক জওয়ানের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ৫৪ নম্বর ব্যাটালিয়নের জওয়ান এনসি রায় নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়েছে আত্মহত্যাই করেছেন। নিহত জওয়ান ছুটি না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.