শাহজাদ হোসেন, ফরাক্কা: লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার প্রার্থী হয়ে দলীয় কর্মী ও সমর্থকদের মানভঞ্জন করতে ব্যতিব্যস্ত জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমান। এর মাঝে ‘গোদের উপর বিষ ফোঁড়া’র মতো সাগরদিঘির বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাসের নিকট আত্মীয় আসাদুল বিশ্বাস হয়েছেন নির্দল প্রার্থী। তাঁর হয়ে নির্বাচনের তদারকির অভিযোগ উঠেছে খোদ বিধায়কের বাবা শিল্পপতি বাবর আলি বিশ্বাসের বিরুদ্ধে। অন্যদিকে কংগ্রেসের টিকিট চেয়ে না মেলায় এবার ‘ইন্ডিয়া সেকুলার ফ্রন্ট’ বা আইএসএফের প্রার্থী হওয়ার জোর জল্পনা সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের বড়দা শিল্পপতি শাহজাহান বিশ্বাসের। দৌঁড়ে রয়েছেন তাঁর পুত্র জাহাঙ্গীর বিশ্বাসও। ঘরের দুই প্রতিদ্বন্দ্বীকে নিয়ে বিপাকে পড়েছেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান।
যদিও রবিবার দুপুরে শাজাহান বিশ্বাস প্রার্থী হওয়ার প্রসঙ্গে জানিয়েছেন, “চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। হলে জানিয়ে দেওয়া হবে।” একদিকে বাম-কংগ্রেসের ঐক্যবদ্ধ জোট। অন্যদিকে বিজেপির ভোট মেরুকরণ রাজনীতি। সেই ক্ষেত্রে তৃণমূল নির্দল প্রার্থী ও আইএসএফ প্রার্থী যদি বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাজাহান বিশ্বাস হয়ে যান তবে শেষ হাসিটা হয়তো তৃণমূল প্রার্থীর হাসা হবে না।
জঙ্গিপুরে নির্বাচনে প্রচারে নেমে এখন তৃণমূল প্রার্থীর অবস্থা শাঁখের করাত। জেলা সভাপতি হিসাবে কখনও তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন সামশেরগঞ্জ বিধানসভার বিধায়ক তথা জঙ্গিপুর সাংগঠনিক জেলা আইএনটিটিইউসির সভাপতি আমিরুল ইসলাম। ধুলিয়ান পুরসভা নির্বাচনে প্রার্থী মনোনয়ন থেকে বোর্ড গঠন নিয়ে বিধায়ক ও জেলা সভাপতি র তীব্র সংঘাত। কখনও সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের সঙ্গে জড়িয়েছেন সংঘাতে। সুতি ১ নম্বর ব্লক সভাপতি অপসারণ নিয়ে তীব্র সংঘাতে জড়িয়ে ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেনের সঙ্গে।
অন্যদিকে গত পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই ও বোর্ড গঠন ও ব্লক সভাপতি পরিবর্তন নিয়ে সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের সঙ্গে মতবিরোধ সৃষ্টি হয় তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের। নির্বাচনের প্রাককালে এই সমস্যা আরও বৃদ্ধি পেল। এবার তাঁর বিরুদ্ধে নির্বাচনে নির্দল প্রার্থী হওয়ার দৌঁড়ে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক বায়রন বিশ্বাসের এক নিকট আত্মীয় ও সুতির বিধায়ক ইমানি বিশ্বাসের বড়দা শিল্পপতি শাহজাহান বিশ্বাস।
ইতিমধ্যে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের একাধিক এলাকায় আসাদুল বিশ্বাসের সমর্থনে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাস নিজে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত একাধিক বিধানসভা এলাকায় গিয়ে বেশ কিছু প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করে আসাদুল বিশ্বাসের সমর্থনে নির্বাচনী প্রচার শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্দল প্রার্থী আসাদুল বিশ্বাস সম্পর্কে বায়রন বিশ্বাসের মামাতো ভাই।
এ প্রসঙ্গে বিধায়ক বায়রন জানান, “আসাদুল আমার দূর সম্পর্কের আত্মীয়। তাঁর সঙ্গে আমার ব্যক্তিগত কোনও যোগাযোগ নেই।” সুতির বিধায়ক ইমানি বিশ্বাস বলেন, “শাজাহান বিশ্বাস আমার বড়দা হলেও তাঁর সঙ্গে রাজনৈতিক কোনও সম্পর্ক নেই। উনি প্রার্থী হচ্ছেন বলে জানা নেই।” যদিও তৃণমূল প্রার্থী খলিলুর রহমান বলেন, “আসাদুল বিশ্বাস নির্দল প্রার্থী হিসেবে প্রচার করছেন তিনি যে বায়রন বিশ্বাসের পরিবারের লোক তা সকলেই জানেন। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমার সঙ্গে বিধায়ক বায়রন বিশ্বাসের বাবা বাবর আলি বিশ্বাসের কথা হয়েছে। গোটা পরিস্থিতির দিকে আমরা নজর রাখছি। বিধায়ক ইমানি বিশ্বাসের দাদা শাহজাহান বিশ্বাস প্রার্থী হচ্ছেন বলে বিষয়টি জানা নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.