Advertisement
Advertisement
Jangipur SP takes a tour of locality in cycle

সাইকেল চড়ে থানা ও এলাকা পরিদর্শনে জঙ্গিপুরের পুলিশ সুপার, কারণটা কী?

চায়ের দোকানে বসে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন পুলিশ সুপার।

Jangipur SP takes a tour of locality in cycle । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:May 23, 2023 4:47 pm
  • Updated:May 23, 2023 5:13 pm  

শাহজাদ হোসেন, জঙ্গিপুর: সাইকেল চড়ে এক ব্যক্তি মুর্শিদাবাদের সুতি থানার সামনে পৌঁছলেন। সাইকেল রেখে গটগট করে ঢুকে গেলেন থানায়। শুরু হল নানা খোঁজখবর। এই ব্যক্তি আদতে কে, তা বুঝতে বেশ খানিকটা সময় লেগে যায়। পরে ওই ব্যক্তির পরিচয় জেনে হতভম্ব অন্যান্য পুলিশকর্মীরা।

বিষয়টা খোলসা করা যাক। আসলে ওই ব্যক্তি জঙ্গিপুরের পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী। তিনি সোমবার সন্ধেয় আচমকাই সাইকেল চড়ে সুতি থানায় পৌঁছন। স্বাভাবিকভাবেই পুলিশ সুপারের এমন আচরণে তাজ্জব হয়ে যান প্রায় সকলেই।

Advertisement

[আরও পড়ুন: জামাইদের জন্য সুখবর, জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা নবান্নের]

থানা পরিদর্শনের পর এলাকায় সাইকেল চড়ে ঘুরতে শুরু করেন পুলিশ সুপার। থানা লাগোয়া চায়ের দোকানে গিয়ে বসেন। সেখানে চা খান। চায়ের দোকানে থাকা স্থানীয় যুবকদের সঙ্গে কথাবার্তা বলেন। একেবারে বন্ধুর মতো মিশে সকলের সুবিধা অসুবিধার খোঁজখবর নেন। কেন সাইকেল চড়ে এলাকা পরিদর্শনে বেরলেন পুলিশ সুপার? তিনি জানান, পুলিশ যে সবসময় স্থানীয়দের পাশে রয়েছে, তা বোঝাতেই সাইকেল চড়ে এলাকা পরিদর্শন। পুলিশ সুপারের এমন ব্যতিক্রমী পদক্ষেপে স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রাও।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: ট্রাকের সঙ্গে ধাক্কা, সাতসকালে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু অন্তত সাতজনের, আহত ১৩]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement