সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ২১ জুলাই উপলক্ষে হুগলির চণ্ডীতলার সভায় যোগ দিয়েছিলেন বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। আর রাত পোহাতে না পোহাতে বুধবারই এল তাঁর করোনা (Coronavirus) পরীক্ষার রিপোর্ট। তাতেই জানা গিয়েছে হুগলির জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক কোভিড আক্রান্ত। শহিদ দিবসের সভায় বহু মানুষের সংস্পর্শে আসায় আতঙ্কিত প্রায় সকলেই। সংক্রমণের আশঙ্কায় কাঁটা বহু নেতাকর্মী। আপাতত কোয়ারেন্টাইনে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
দিনকয়েক আগেই জ্বর হয়েছিল সামান্য। তাই নেহাত সন্দেহের বশেই করোনা পরীক্ষা করান হুগলির জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। বুধবারই আসে তাঁর করোনা রিপোর্ট। তাতেই জানা যায়, ওই বিধায়কের রিপোর্ট পজিটিভ। কানাইপুরের পঞ্চায়েত প্রধান আচ্ছেলাল যাদব বলেন, “জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী করোনা আক্রান্ত হয়েছেন। সংক্রমিত বিধায়কের স্ত্রী, ছেলে, শ্বশুর,শাশুড়ি, দেহরক্ষী-সহ গাড়ির চালকও।” ২১ জুলাইয়ে চণ্ডীতলার সভাতেও অংশ নিয়েছিলেন করোনা আক্রান্ত বিধায়ক। সেই সভায় তৃণমূল সাংসদ, বিধায়ক-সহ জেলা সভাপতিও উপস্থিত ছিলেন। তাই স্বাভাবিকভাবেই সংক্রমণের আশঙ্কা বাড়ছে অনেকটাই। বিধায়কের করোনা আক্রান্ত হওয়ার খবর জানাজানি হওয়ার পর আপাতত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন সকলেই। বুধবার পঞ্চায়েতের পক্ষ থেকে বিধায়কের বাড়ি স্যানিটাইজও করা হয়।
তৃণমূলের অন্দরে এর আগেও থাবা বসিয়েছে করোনা। মঙ্গলবারই দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ কোভিড আক্রান্ত হন। তার আগে দমকল মন্ত্রী সুজিত বসু করোনা আক্রান্ত হন। প্রথমে হোম আইসোলেশনে ছিলেন তিনি। পরে যদিও বেসরকারি হাসপাতালে ভরতি হন। যদিও সম্প্রতি তিনি সুস্থ রয়েছেন। কোভিডকে হারিয়ে বর্তমানে সুস্থ রয়েছেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। পূর্ব মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস করোনা আক্রান্ত হয়ে পাঁশকুড়ার কোভিড হাসপাতালে ভরতি। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জের বিধায়ক তোরাফ হোসেন মণ্ডল এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানও করোনা আক্রান্ত। রাজনৈতিক মহলে করোনা কেড়েছে প্রাণও। ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ করোনাকে হারিয়ে আর বাড়ি ফিরতে পারেননি। চিকিৎসাধীন অবস্থাতেই প্রাণ হারান তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.