সংবাদ প্রতিদিন ব্যুরো: দোরগোড়ায় লোকসভা নির্বাচন। একে একে প্রার্থী ঘোষণা করেছে সব রাজনৈতিক দলই। চলছে মিটিং, মিছিল, সভা। একই ছবি রানাঘাট ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও। পুরোদমে প্রচারে নেমে পড়েছে সব দলই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ময়দানে সকলে।
নির্বাচনের দিন ঘোষণার পরেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে মহুয়া মিত্রর নাম ঘোষণা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের প্রার্থী হয়েছেন ইনতাজ আলি শাহ। সিপিএমের শান্তুনু ঝাঁ। সিপিআইএম(এল) প্রার্থী সুবিমল সেনগুপ্ত এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন কল্যাণ চৌবে। অর্থাৎ, পঞ্চমুখী লড়াই হতে চলেছে কৃষ্ণনগর কেন্দ্রে।
একইভাবে চার প্রতিদ্বন্দ্বীর হাড্ডাহাড্ডি লড়াই হবে রানাঘাট লোকসভা কেন্দ্রে। কারণ, ওই কেন্দ্রে তৃণমূল প্রার্থী রূপালী বিশ্বাস, বিজেপি প্রার্থী ডা.মুকুটমণি অধিকারী, সিপিএমের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন রমা বিশ্বাস, ভোটের ময়দানে কংগ্রেসের হয়ে লড়বেন মিনতি বিশ্বাস। তাই নিজের জয় ছিনিয়ে নিতে মরিয়া সব দল। জোর কদমে চলছে প্রচার।
তবে শুধু প্রতিপক্ষের সঙ্গেই লড়াই নয়। বিজেপির লড়াই অন্দরেও৷ বিজেপির তালিকা প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রার্থী বাছাই নিয়ে ক্ষোভ উগরে দেন কর্মীরা। কৃষ্ণনগরে প্রার্থী বাছাই নিয়েও এক অস্বস্তিকর পরিস্থিতিতে ছিল দল। কারণ, নির্বাচনের দিন ঘোষণার পর থেকেই কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে নাম উঠে এসেছিল বর্ষীয়ান নেতা সত্যব্রত মুখোপাধ্যায় ওরফে জলুবাবুর। তবে ঘটনাচক্রে দলের তরফে নাম ঘোষণা করা হয় কল্যাণ চৌবের। এরপরই কানাঘুষো শুরু হয় দলের মধ্যে। তবে ভোট প্রচারের ময়দানে দেখা গেল অন্য ছবি। কল্যাণ চৌবেকে পাশে বসিয়ে কৃষ্ণনগরের দলীয় কার্যালয়ে বৈঠক করলেন জলুবাবু।
[আরও পড়ুন: আদালতের নির্দেশ অমান্য করে গাছের গায়ে প্রচার, ধরা পড়লে হতে পারে জেল!]
এ প্রসঙ্গে জলুবাবু বলেন, “ সবার আগে দল। প্রথম দিন থেকে কল্যাণকে সমর্থন করছি। নতুন প্রজন্ম আসা অত্যন্ত প্রয়োজন ছিল।’’ এর পাশাপাশি তিনি বলেন, ‘‘দল ডাকলেই কল্যাণের হয়ে প্রচারে নামবো।’’ আর দলের সিনিয়রকে নিয়ে কল্যাণ চৌবের মন্তব্য, “ জলুবাবু বর্ষীয়ান নেতা, তাঁর নির্দেশ মেনেই আমি কাজ করব।’’ জানা গিয়েছে, বুধবার প্রার্থীকে নিয়ে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কর্মিসভা করেন জলুবাবু।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.