শান্তনু কর, জলপাইগুড়ি: রাজনীতি ভাঙন ধরিয়েছিল স্বামী-স্ত্রীর সম্পর্কে। তিক্ততা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, পঞ্চায়েত ভোটে তৃণমূল প্রার্থী স্বামীর বিরুদ্ধেই মনোনয়ন পেশ করেছিলেন শাসকদলেরই বিদায়ী প্রধান স্ত্রী। কিন্তু, শেষপর্যন্ত দাম্পত্য টানাপোড়েনে ইতি। মনোনয়ন প্রত্যাহার করে নিলেন স্ত্রী। ফের কাছাকাছি জলপাইগুড়ির পাহাড়পুরের রাহেনা খাতুন ও মুরাবর আলি। হাঁফ ছেড়ে বাঁচলেন শাসকদলের স্থানীয় নেতারা।
[বোন বিজেপি প্রার্থী, মনোনয়ন প্রত্যাহারে ‘অপহরণ’ তৃণমূল কর্মী দাদার]
সুখী দম্পতি। সংসারে কোনও অশান্তি ছিল না। এলাকাবাসীর কাছে আদর্শ দম্পতির উদাহরণ হয়ে উঠেছিলেন রাহেনা খাতুন ও মুবারক আলি। সক্রিয় তৃণমূল কর্মী মুবারক। তাঁর উৎসাহেই ২০১৩ সালে জলপাইগুড়ির পাহাড়পুর পঞ্চায়েতে শাসকদলের প্রার্থী হন স্ত্রী রাহেনা। ভোট জিতে পঞ্চায়েত প্রধান হন তিনি। এরপরই স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, প্রধান হওয়ার পর মুবারককে একেবারেই পাত্তা দিতেন না রাহেনা। আর তা থেকে দাম্পত্যে তিক্ততার সূত্রপাত্র। সেই তিক্ততাই চরমে পৌঁছয় পঞ্চায়েত ভোট ঘোষণার পর। প্রতিবেশীরা জানিয়েছেন, একই বাড়িতে থাকলেও, স্বামী-স্ত্রীর মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায়। এবারের পঞ্চায়েত ভোটে পাহাড়পুর পঞ্চায়েতের ১৮/২১৭ নম্বর বুথের মুবারক আলিকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে শাসকদলের হয়ে মনোনয়ন পেশ করেছিলেন স্ত্রী রাহেনাও। একই আসনে দলের দু’জন প্রার্থী। তাঁরা আবার সম্পর্কে স্বামী-স্ত্রী। বেজায় অস্বস্তিতে পড়ে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। স্থানীয় তৃণমূল নেত্রী বিউটি সেন বলেন, দীর্ঘ আলাপ আলোচনার পর বিবাদ মিটেছে। স্বামীর সাফল্য কামনা করে শেষবেলায় মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন স্ত্রী রাহেনা। শাসকদলের দাবি, পাহাড়পুর পঞ্চায়েতের ১৮/২১৭ নম্বর বুথের তৃণমূল প্রার্থী মুবারক আলির জয় এখন সময়ের অপেক্ষা।
[ভোট বয়কটে অনড় গ্রামবাসীরা, একযোগে মনোনয়ন প্রত্যাহার তৃণমূল-বাম-বিজেপি প্রার্থীর]
শনিবার জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিসে যখন মনোনয়ন প্রত্যাহার করতে যান রাহেনা খাতুন, তখন সেখানে হাজির ছিলেন স্বামী মুবারক আলিও। স্ত্রীর উদারতায় মুগ্ধ তিনি। মুবারক আলি বলেন, স্ত্রীর সঙ্গে সম্পর্কে যাবতীয় তিক্ততা ভুলে গিয়েছেন তিনি।
[প্রচারের পাশাপাশি নির্বাচন নিয়ে আদালতে যাওয়ার রাস্তা খোলা রাখছে বিজেপি]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.