Advertisement
Advertisement

Breaking News

Jalpaiguri

উঁকি দিচ্ছে মৃত মহিলা, ভেসে আসছে কান্নার শব্দ! অশরীরী আতঙ্কে কাঁটা জলপাইগুড়ির গ্রাম

ব্যাপারটা কী?

Jalpaiguri village fears of haunted house in locality | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:May 2, 2023 2:12 pm
  • Updated:May 2, 2023 2:12 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: মহিলার আত্মহত্যার ঘটনাকে কেন্দ্র করে ভূতের আতঙ্ক জলপাইগুড়ির (Jalpaiguri) দক্ষিণ খাগড়াবাড়ি এলাকায়। কখনও মহিলার বাড়ি থেকে ভেসে আসছে কান্নার আওয়াজ। কখনও আবার মৃত মহিলা নাকি উঁকি দিচ্ছে ঘর থেকে। যার জেরে ভয়ে ঘুম উড়েছে স্থানীয়দের। সন্ধে নামলেই নিজেদের ঘরবন্দি করে ফেলছেন এলাকার বাসিন্দারা।

ঘটনার সূত্রপাত বছর দেড়েক আগে। ওই সময় জলপাইগুড়ির (Jal) দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার এক বধূর রহস্যমৃত্যু হয়। ঘর থেকে উদ্ধার হয় গলায় ফাঁস লাগানো দেহ। সেই থেকেই অশরীরী ভয় তাড়া করতে শুরু করে প্রতিবেশীদের। আতঙ্ক কাটাতে সবাই মিলে মৃত মহিলার বাড়ির সামনে আলোর ব্যবস্থা করে। তাতে সমস্যার সমাধান হওয়া তো দূর উলটে ঝামেলা বেড়েছে কয়েকগুন। স্থানীয়দের দাবি, এখন নাকি দিনে দুপুরে এলাকায় ঘুরে বেড়াচ্ছে ভূত। কখনও লোকের বাড়ির টিনের চালের উপর দিয়ে হেঁটে যাচ্ছে মৃত বধূ। কখনও নাকি আবার নিজের বাড়ি থেকে উঁকি দিচ্ছে। যা স্বাভাবিকভাবেই ঘুম উড়িয়েছে আমজনতার। বাড়ি থেকে বেরনোর সাহসই পাচ্ছেন অধিকাংশ।

Advertisement

[আরও পড়ুন: ‘শুভেন্দু তৃণমূলের লক্ষ্মী, বিজেপিতে থাকলে ওদের ক্ষতি’, বিরোধী দলনেতাকে খোঁচা অভিষেকের]

এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রতিমা দাস বলেন, ঘটনাস্থলে গিয়ে কিছুই দেখতে পাওয়া যায়নি। ভূত বলে আদতে কিছু হয় না। সবটাই মনের ভুল। এলাকায় প্রচার চালানো হবে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জলপাইগুড়ি জেলা সম্পাদক পার্থ চক্রবর্তী জানান, “মানুষ যুগ যুগ ধরে বিভিন্ন কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে সঙ্গী করেই বেঁচে আছে। আমরা এইসবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি। অনেকসময় দেখা যায় এর পিছনে কোনও দুষ্ট চক্র কাজ করে। আমি আমাদের ময়নাগুড়ি ইউনিটকে ওই গ্রামে পাঠাব। বিষয়টা খতিয়ে দেখা হবে।”

[আরও পড়ুন: দাপট অব্যাহত, সিপিএমের সঙ্গে জোট ছাড়াই শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জয়ী কংগ্রেস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement