Advertisement
Advertisement

ধূপগুড়িতে দুর্ঘটনা, নয়ানজুলিতে বাস উলটে আহত ১৪

দুর্ঘটনা দ্বিতীয় হুগলি সেতুতেও৷

Jalpaiguri: Bus fall in cannal, 14 injured
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 29, 2018 11:01 am
  • Updated:July 29, 2018 11:05 am  

শান্তনু কর, জলপাইগুড়ি:  রাতভর বাস চালিয়েছিলেন তিনি৷ ভোরের দিকে ক্লান্তিতে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন চালক৷ রবিবার সাতসকালে জলপাইগুড়ির ধূপগুড়িতে নয়ানজুলিতে উলটে গেল যাত্রীবোঝাই বাস৷ দুর্ঘটনায় আহত ১৪ জন যাত্রী৷ আহতদের ভরতি করা হয়েছে ধূপগুড়ি হাসপাতালে৷ ৯ জনকে স্থানান্তরিত করা হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে৷ এদিকে কলকাতায় দ্বিতীয় হুগলি সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচটি গাড়িকে ধাক্কা মারল একটি কন্টেনার৷ কন্টেনারটি আটক করেছে পুলিশ৷ চালক পলাতক৷

[স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক, গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে]

Advertisement

ট্রেনেই শুধু নয়, উত্তরবঙ্গ থেকে বাসেও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন শহরে যাওয়া হয়৷ রবিবার সকালে ধূপগুড়িতে যে বাসটি দুর্ঘটনার কবলে পড়ল, সেই বাসটি শিলং থেকে ছেড়েছিল৷ গন্তব্য ছিল শিলিগুড়ি৷ বীরপাড়া হয়ে ধুপগুপড়িতে ঢোকার মুখে ঘটে দুর্ঘটনা৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ধূপগুড়ি ব্লকের হরিমন্দির এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় বাসটি৷ দুর্ঘটনায় আহত হন ১৪ জন যাত্রী৷ আহতদের উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতালে৷ পরে ৯ জনকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সদর হাসপাতালে৷ খবর পেয়ে আহতদের দেখতে হাসপাতালে যান জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং৷

কিন্তু, কীভাবে ঘটল দুর্ঘটনা?  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরের দিকে সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন বাসের চালক৷ তার জেরেই বাসটি রাস্তার পাশের নয়ানজুলিতে উলটে যায়৷ এদিকে আবার স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বাসের সামনের একটি বাইক চলে এসেছিল৷ বাইকটিকে কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক৷ যদিও ঘটনাস্থলে কোনও বাইকের সন্ধান মেলেনি বলেই জানা গিয়েছে৷ বাসের সামনে বাইক চলে আসার বিষয়টি অস্বীকার করেছেন যাত্রীরাও৷ এদিকে রবিবার সকালে দুর্ঘটনা ঘটল কলকাতায়ও৷ দ্বিতীয় হুগলি সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর পাঁচটি গাড়িতে ধাক্কা মারে একটি কন্টেনার৷ হতাহতের কোনও খবর নেই৷ তবে দুর্ঘটনার কারণে দ্বিতীয় হুগলি সেতুতে যানজট হয়৷ ঘাতক কন্টেনারটিকে আটক করেছে পুলিশ৷ চালক পলাতক৷

[ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, উচ্ছ্বাসে রেস্তরাঁর কর্মীদের ‘সারপ্রাইজ গিফ্ট’ শিলিগুড়ির ব্যবসায়ীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement