Advertisement
Advertisement

ফের বিনা চিকিৎসায় রোগীমৃত্যুর অভিযোগ, জলপাইগুড়ি হাসপাতালে ধুন্ধুমার

প্রতিক্রিয়া মেলেনি হাসপাতাল কর্তৃপক্ষের৷

Jalpaiguri: A youth allegdly died due medical negligence
Published by: Sayani Sen
  • Posted:August 14, 2018 8:49 am
  • Updated:August 14, 2018 8:49 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিনা চিকিৎসায় সাপে কামড়ানো যুবকের মৃত্যুর অভিযোগে উত্তপ্ত জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতাল৷ হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসককে মারধরের চেষ্টা মৃতের পরিবারের৷ এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷

[গুপ্তধনের সন্ধান! বাড়ির সিঁড়ি ভাঙতেই বেরিয়ে এল কলসি ভরতি মোহর]

সোমবার বিকেলে জলপাইগুড়ি সদরের বাসিন্দা ওই যুবক নিজের বাড়িতে কাজ করছিলেন৷ কিন্তু ঘরের কোণে ঘাপটি মেরে বসে ছিল বিপদ৷ তবে তা টের পাননি ওই যুবক৷ মুহূর্তের মধ্যেই সাপে কামড়ায় তাঁকে৷ বিষের জ্বালায় ছটফট করে ওঠেন ওই যুবক৷ মাটিতে লুটিয়ে পড়েন তিনি৷ বাড়ির লোকজন ও প্রতিবেশীরা তড়িঘড়ি করে তাঁকে উদ্ধার করেন৷ ততক্ষণে ক্রমশই ঝিমিয়ে পড়ছেন ওই যুবক৷ অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে৷ অভিযোগ, দীর্ঘক্ষণ বিনা চিকিৎসায় হাসপাতালে ফেলে রাখা হয় ওই যুবককে৷ কোনও চিকিৎসক বা নার্সই তাঁর চিকিৎসায় এগিয়ে আসেননি৷ কিছুক্ষণ পর পরিবারের লোকজনকে হাসপাতালের তরফে জানানো হয়, মারা গিয়েছে সাপের কামড়ে জখম যুবক৷

Advertisement
[মালদহে পবিত্র সেন গ্যালারির ছাদে অবাধ যৌনতা, ভাইরাল ভিডিও]

এই সংবাদেই ক্ষিপ্ত হয়ে যান যুবকের পরিবারের লোকজন৷ সময়মতো হাসপাতালে নিয়ে আসা হলেও, চিকিৎসকদের গাফিলতিতেই যুবকের মৃত্যু হয়েছে বলে সরব হন তাঁরা৷ হাসপাতালে ব্যাপক ভাঙচুর শুরু করেন মৃতের পরিবারের লোকজন৷ ভাঙচুরের খবর পৌঁছায় স্থানীয় থানায়৷ জলপাইগুড়ি সদর থানার আইসি-সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়৷ বিক্ষোভে রাশ টানার আবেদন জানান পুলিশকর্মীরা৷ যদিও তাতে পরিস্থিতি আরও জটিল হয়ে যায়৷ পুলিশের উপর হামলা চালানোরও উপক্রম করে বিক্ষোভকারীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আরও পুলিশবাহিনী হাসপাতাল চত্বরে পৌঁছায়৷ এরপরই গন্ডগোল থেমে যায়৷ তবে হাসপাতালে নতুন করে কোনও অশান্তি এড়াতে এখনও পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷

[রবিনসন স্ট্রিটের ছায়া চন্দননগরে, এক সপ্তাহ ধরে দাদার মৃতদেহ আগলে রাখলেন ভাই]

মৃত ওই যুবকের পরিবারের লোকজনেরা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন৷ তবে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি৷     

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement