Advertisement
Advertisement

Breaking News

কপ্টারে চেপে বাঘ আসছে রাজ্যে

'রাহুল', 'বেবি'র পর এবার ওদের পালা...

Jaldapara national park bringing tiger from assam
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 19, 2017 3:31 am
  • Updated:February 19, 2017 3:31 am

ব্রতীন দাস, শিলিগুড়ি: অসম থেকে এবার কপ্টারে চেপে বাঘ আসছে রাজ্যে!

২০০৮ সালে দমদম থেকে কার্গো বিমানে চেপে জাপানে পাড়ি দিয়েছিল জলদাপাড়ার দুই হাতি ‘রাহুল’ ও ‘বেবি’৷ তাদের সঙ্গে গিয়েছিলেন মাহুত দীনবন্ধু বর্মন৷ আর এবার খাঁচা-বন্দি হয়ে কপ্টারে চেপে ছ’টি বাঘ আসছে এ রাজ্যে। তা নিয়ে চলছে বিশেষ তোড়জোড়৷ বাঘগুলিকে ছাড়া হবে ডুয়ার্সের জলদাপাড়া ও বক্সার জঙ্গলে৷ অসম সরকারের সঙ্গে এ নিয়ে কথাবার্তাও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানান রাজ্যের বনমন্ত্রী বিনয় বর্মন৷ নেওয়া হচ্ছে তার প্রস্তুতি। জলদাপাড়া ও বক্সার জঙ্গলে বাঘের প্রজননক্ষেত্র গড়ে তুলতে এনক্লোজার তৈরির সিদ্ধান্ত নিয়েছে বন দফতর৷ এ ব্যাপারে সমীক্ষা চালিয়ে ডিপিআরের দায়িত্ব দেওয়া হয়েছে দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়াকে৷ তারা ডিপিআর জমা দিলে তা পাঠানো হবে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির কাছে৷

Advertisement

এনক্লোজার তৈরি হয়ে গেলেই বাঘ আনার দিনক্ষণ নির্দিষ্ট করা হবে বলে জানিয়েছেন বনমন্ত্রী৷ বলেছেন, এখনও পর্যন্ত ঠিক হয়েছে বাঘগুলিকে কপ্টারে আনা হবে৷ জলদাপাড়া জঙ্গলের আঠাশ মাইলে যে হেলিপ্যাড রয়েছে, সেখানেই কপ্টার নামবে৷ সেখান থেকে গাড়িতে করে ওই বাঘ নিয়ে যাওয়া হবে জলদাপাড়া ও বক্সার কোর এলাকায়৷ দু’টি জঙ্গলেই বাঘের বসবাসের উপযুক্ত পরিবেশ তৈরিতে কাজ শুরু করে দিয়েছে বন দফতর৷ কয়েকদিন আগেই গ্লোবাল টাইগার ফোরাম এবং ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা জলদাপাড়া ও বক্সা জঙ্গল ঘুরে দেখে গিয়েছেন৷ সেখানে বাঘের প্রজনন ঘটানোর মতো আদৌও উপযুক্ত পরিবেশ রয়েছে কি না সেটাই খতিয়ে দেখেন তাঁরা৷ জঙ্গলের নিরাপত্তা, বাস্তুতন্ত্র, খাদ্যশৃঙ্খলের পাশাপাশি পানীয় জলের যোগান ঠিকমতো রয়েছে কি না তাও দেখা হয়৷

Advertisement

বক্সাকে ‘বাঘবন’ বলা হলেও সেখানে বাঘের অস্তিত্ব রয়েছে কি না তা নিয়ে অনেকেরই দীর্ঘদিনের সংশয়৷ কারণ, নেওড়াভ্যালিতে একমাসে তিনবার রয়্যাল বেঙ্গলের ছবি ক্যামেরায় ধরা পড়লেও বক্সার ক্ষেত্রে তেমন কোনও প্রমাণ এখনও সামনে আনতে পারেনি বন দফতর৷ যদিও বনমন্ত্রীর দাবি, বক্সাতেও বাঘ আছে৷ বনকর্তাদের অনেকের মতে, বক্সাতে বাঘ থাকলেও সেগুলি ভুটান পাহাড়ের দিকেই বেশি থাকে। বক্সার জঙ্গলে ভুটান পাহাড় সংলগ্ন এলাকায় স্নো লেপার্ড বা তুষার চিতা রয়েছে বলেও দাবি বন দফতরের৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ