Advertisement
Advertisement

Breaking News

Baruipur

পায়ুদ্বারে মোবাইল লুকোতে গিয়ে সর্বনাশ! হাসপাতালে জেলবন্দি

সংশোধনাগারে মোবাইল ব্যবহারের মরিয়া চেষ্টায় বিপদ!

Jailed man allegedly tried to keep mobile on rectum, admitted to hospital । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 5, 2024 1:34 pm
  • Updated:February 5, 2024 1:34 pm  

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সংশোধনাগারে থাকা বন্দিদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা অমান্য করে মোবাইল ব্যবহারের মরিয়া চেষ্টায় অঘটন। লুকিয়ে রাখতে গিয়ে পায়ুদ্বারে আটকে গেল মোবাইল! সমস্যা জানাজানির পর আপাতত হাসপাতালে ভর্তি বন্দি।

বারুইপুর আদালতের নির্দেশে রবিবার দুপুরে বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগার পাঠানো হয় আসলাম শেখকে। জেলে ঢোকার সময় মোবাইল নিয়ে যেতে পারবে না বলেই জানিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। তা সত্ত্বেও মোবাইল নিয়ে সংশোধনাগারে ঢোকার চেষ্টা করে সে। সকলের নজর এড়িয়ে মোবাইল পায়ুদ্বারে লুকিয়ে নেয় বন্দি। তবে তার ‘চালাকি’ ধরে ফেলে যন্ত্র। পেটের কাছাকাছি কিছু একটা যন্ত্র লুকিয়ে রাখা হয়েছে বলেই জানা যায়।

Advertisement

[আরও পড়ুন: তুষারপাতে আটকে পড়া অন্তঃসত্ত্বাকে উদ্ধার করলেন জওয়ানরা, ভিডিও দেখে কুর্নিশ নেটদুনিয়ার]

এর পর আসলামকে জেরা করতে শুরু করেন পুলিশকর্মীরা। টানা জেরায় ভেঙে পড়ে সে। জানায় পায়ুদ্বারে ঢুকিয়ে রেখেছে মোবাইল। শুরু হয় বন্দির পায়ুদ্বার থেকে মোবাইল বের করার চেষ্টা। নানা পদ্ধতিতে পায়ুদ্বার থেকে মোবাইল বের করার চেষ্টা করে সংশোধনাগার কর্তৃপক্ষ। তবে তাতেও লাভ হয়নি। বাধ্য হয়ে বারুইপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আসলামকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পায়ুদ্বার থেকে মোবাইল বের করা সম্ভব হয়নি।

[আরও পড়ুন: ‘তুমি যা জিনিস গুরু’, পুনম কাণ্ডে মারাত্মক টিপ্পনি শিলাজিতের! কী বললেন গায়ক?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement