Advertisement
Advertisement

রথ নয়, এসইউভি গাড়িতে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা!

অভিনব সিদ্ধান্ত শিলিগুড়ি ইসকন কর্তৃপক্ষের৷

Jagannath to travel in a car on Rathajatra in Siliguri
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:July 8, 2018 11:07 am
  • Updated:July 8, 2018 11:07 am  

সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: নিত্য যানজটে নাজেহাল শহরবাসী৷ তাই এবার রথযাত্রায় চিরাচরিত উৎসবেও বদল৷ কাঠের রথে নয়, এবার শিলিগুড়িতে অত্যাধুনিক এসইউভি গাড়িতে সওয়ার হবেন জগন্নাথ,বলরাম ও সুভদ্রা! অভিনব সিদ্ধান্ত ইসকন কর্তৃপক্ষের৷ শিলিগুড়ি ইসকন মন্দিরের প্রতিনিধি নামকৃষ্ণ দাস জানিয়েছেন, শহরবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে গাড়িতে চাপিয়ে জগন্নাথ, বলরাম ও সুভদ্রকে মাসির নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ইসকন কর্তৃপক্ষের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পুলিশ ও পরিবেশপ্রেমীদের সংগঠনগুলি৷

[জামাইবাবুর হয়ে আদালতে প্রক্সি? বাবার নামেই ধরা পড়ল শ্যালক]

Advertisement

উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর শিলিগুড়ি৷ রাজ্যের দ্বিতীয় বৃহত্তম শহরও বটে৷ কিন্তু, নিত্য যানজটের ভোগান্তির শেষ নেই শহরবাসীর৷ পরিস্থিতি এমনই, যে কার্যত হাল ছেড়ে দিয়েছে পুলিশও৷ চলছে রাজনৈতিক চাপানউতোর৷ সাধারণ মানুষের সমস্যা তুলে ধরতে এবং যান নিয়ন্ত্রণের বার্তা দিতে এগিয়ে গেল শিলিগুড়ি ইসকন কর্তৃপক্ষ৷ দীর্ঘকালীন প্রথা ভেঙে রথের বদলে এবার জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে নিয়ে রাস্তায় নামবে অত্যাধুনিক এসইউভি গাড়ি!

আগামী ১৪ জুলাই রথযাত্রা৷ রীতিমাফিক সেদিন সুসজ্জিত চামর দোলানো রথে চড়ে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা৷ সাতদিন পর ফের একইভবে ফিরে আসেন তাঁরা৷ রথের রশি টানতে রাস্তায় ভক্তদের ঢল নামে৷ এবছর রথযাত্রা উপলক্ষে শহরতলি শিবমন্দির এলাকাটিকে বেছে নিয়েছে শিলিগুড়ি ইসকন কর্তৃপক্ষ৷ অর্থাৎ রথের দিন শিলিগুড়ির ইসকন মন্দির থেকে সাত কিমি দূরে শিবমন্দির পর্যন্ত রথযাত্রা হবে৷ কিন্তু, দীর্ঘপথ যাত্রার ঝক্কি তো বড় কম নয়৷ সময় তো লাগবেই, তার উপর হাইওয়ে তৈরিরও কাজ চলছে৷ ফলে যানজটের আশঙ্কাও ষোলোআনা৷ ইসকন কর্তৃপক্ষ ঠিক করেছেন, রথে চেপেই শিলিগুড়ি শহর পরিক্রমা করবেন জগন্নাথ, সুভদ্রা ও বলরাম৷ তারপর অত্যাধুনিক এসইউভি গাড়িতে তাঁদের নিয়ে যাওয়া হবে শহরতলির শিবমন্দির এলাকায়৷ শিবমন্দিরের কাছে এক ভক্তের বাড়িতে সাতদিন থাকবেন প্রভু জগন্নাথ৷ শিলিগুড়ি ইসকন মন্দিরের প্রতিনিধি নামকৃষ্ণ দাস জানিয়েছেন, শহরবাসীকে যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতেই এই সিদ্ধান্ত৷

রুটম্যাপ-সহ গোটা পরিকল্পনা শিলিগুড়ি পুলিশ কমিশনারেটকে জানিয়েছে শিলিগুড়ি ইসকন কর্তৃপক্ষ৷ আপত্তি তো দূর অস্ত, বরং ইসকনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পুলিশ৷ পুলিশ কমিশনার ভরতলাল মিনা বলেন,  ‘খুবই ভাল উদ্যোগ। সবাই সচেতন হলে যানজট এমনিতেই অনেকটা নিয়ন্ত্রণে চলে আসবে।’  এই অভিনব রথযাত্রাকে ঘিরে কৌতূহলী শিলিগুড়ির সাধারণ মানুষও৷

[ছাত্রীদের সুবিধার্থে দুর্গাপুরের ১৫টি স্কুলে এবার স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement