Advertisement
Advertisement

Breaking News

2024 Lok Sabha Election

সজলের পর জগন্নাথ, প্রচারে বেরিয়ে মহিলার সঙ্গে তর্ক, মেজাজে হারালেন বিজেপি প্রার্থী

'আপনাকে এলাকায় দেখা যায় না', মহিলার কথা শুনে মেজাজ হারান রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।

Jagannath Sarkar into an argument with a woman while performing puja in Santipur

মহিলার সঙ্গে বচসায় জগন্নাথ।

Published by: Subhankar Patra
  • Posted:April 14, 2024 6:35 pm
  • Updated:April 14, 2024 6:35 pm  

সঞ্জিত ঘোষ, নদিয়া: আরও একবার বির্তকে জড়ালেন রানাঘাটের বিদায়ী সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। রবিবার নববর্ষের সকালে শান্তিপুরে জগন্নাথ মন্দিরে পুজো দিতে যান রানাঘাট লোকসভার বিজেপির (BJP) প্রার্থী। পুজোর পরে স্থানীয়দের সঙ্গে জনসংযোগ করেন তিনি। সেই সময় স্থানীয় এক মহিলার ক্ষোভের মুখে পড়েন জগন্নাথ। মহিলার মুখে তাঁকে  গোবিন্দপুর এলাকায় দেখা যায় না শুনে তর্কে জড়িয়ে পড়েন রাজ্য বিজেপির সহ-সভাপতি জগন্নাথ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নববর্ষ উপলক্ষে শান্তিপুরের গঙ্গায় স্নান করে জগন্নাথ মন্দিরে পুজো দেন বিদায়ী সাংসদ। পুজো দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত এক মহিলা জগন্নাথকে এলাকায় দেখা যায় না, এই অভিযোগ তুলে তাঁর সামনেই ক্ষোভ উগড়ে দেন। তা শুনে সাময়িক মেজাজ হারিয়ে অভিযোগকারিণীর সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন জগন্নাথ। তিনি বলেন, “এলাকার অনেক জায়গায় আমি গিয়েছি। কালীবাড়ি গিয়েছি। আপনি খোঁজ রাখেন না।” মহিলা বলেন, “আমার পাড়ার লোকে বলে আপানাকে এলাকায় দেখা যায় না।” পালটা জবাবে জগন্নাথ বলেন, “তাঁরা বলেন বলে  আপনিও তাঁদের সঙ্গে শামিল হবেন?” যদিও এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কিছু মন্তব্য করতে চাননি বিজেপি প্রার্থী।

Advertisement

[আরও পড়ুন: নন্দীগ্রামে তৃণমূলের পার্টি অফিসে ‘হামলা’, তালা ঝোলাল বিজেপি]

এর আগেও জগন্নাথ সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির একাংশ। রানাঘাট কেন্দ্র থেকে চব্বিশের ভোটে (2024 Lok Sabha Election) বিজেপির প্রার্থী হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পরে ‘জগা হঠাও, বিজেপি বাঁচাও’ পোস্টার পড়তে দেখা গেছে তাঁর লোকসভা এলাকায়। অন্যদিকে, বরানগরের উপ-নির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষও প্রচারে বেরিয়ে একাধিকবার তর্ক-বিতর্কে জড়িয়েছেন।  এবার জগন্নাথ সরকারকে ঘিরে অসন্তোষ প্রকাশ্যে চলে এল।

[আরও পড়ুন: নববর্ষে অঘটন, ভাগীরথীতে তলিয়ে প্রাণ গেল এক যুবকের, এখনও নিখোঁজ ২]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement