Advertisement
Advertisement
Jagadhatri Puja 2023

Jagadhatri Puja 2023: জগদ্ধাত্রী পুজোয় চন্দননগর যাওয়ার প্ল্যান? যাত্রীদের সুবিধায় চলবে বিশেষ ট্রেন

একঝলকে দেখে নিন বিশেষ ট্রেনের সূচি।

Jagadhatri Puja 2023: Special trains will run in Howrah division for this festival | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 18, 2023 4:46 pm
  • Updated:November 18, 2023 4:57 pm  

সুব্রত বিশ্বাস: সপ্তাহ পেরলেই জগদ্ধাত্রী পুজো (Jagadhatri Puja)। আর এই উৎসবে চন্দননগরের খ্যাতির কথা কে না জানে? আলোকমালায় সেজে ওঠা চন্দননগর যেন মায়ানগরী হয়ে ওঠে পুজোর কটা দিন। উৎসবপ্রেমী মানুষজন চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দর্শন সাধারণত মিস করেন না। দূরদূরান্ত থেকেও মানুষজন যান চন্দননগরে (Chandannagar), জগদ্ধাত্রী ঠাকুর দেখতে। এবার সেই দর্শনার্থীদের সুবিধার্থে পুজোর কটা দিন হাওড়া-ব্যান্ডেল শাখায় স্পেশাল ট্রেন চালানোর কথা ঘোষণা করল পূর্ব রেল (Eastern Railway)। আগামী সোম থেকে শুক্রবার – এই চারদিন হাওড়া-ব্যান্ডেল, হাওড়া-বর্ধমান শাখায় চলবে ৫ জোড়া বাড়তি ট্রেন।

[আরও পড়ুন: নজরে চিনের সাবমেরিন বাহিনী, ভারতের হাতে ডুবোজাহাজ-ধ্বংসী অত্যাধুনিক যান

সোম থেকে বৃহস্পতিবার অর্থাৎ ২০ থেকে ২৪ তারিখ পর্যন্ত বিকেল ও রাতে হাওড়া-ব্যান্ডেল শাখায় বাড়তি ট্রেন চালানো হবে। পূর্ব রেল সূত্রে খবর, হাওড়া থেকে ব্যান্ডেলগামী স্পেশাল ট্রেন ছাড়ার সময় –

Advertisement

বিকেল ৫.২০, সন্ধে ৭.৫৫, রাত ১১.৩০ এবং রাত ১২.৩০এ।
অন্যদিকে, ব্যান্ডেল থেকে হাওড়াগামী স্পেশাল ট্রেন ছাড়বে –
সন্ধে ৬.৩৫, রাত ৯.২০, রাত ১ এবং রাত ২টোয়।

[আরও পড়ুন: আমহার্স্ট স্ট্রিট কাণ্ড: পরিবারের হাতে দেহ তুলে দেওয়ার নির্দেশ, অবরোধে সাফ ‘না’ হাই কোর্টের]

এর পাশাপাশি হাওড়া থেকে বর্ধমানগামী স্পেশাল ট্রেন ছাড়বে রাত ১টা ১৫ মিনিটে। বর্ধমান থেকে হাওড়াগামী স্পেশাল লোকাল ট্রেন ছাড়বে রাত সাড়ে ১০টায়। ফলে চন্দননগরের আলোকসজ্জা দেখে বাড়ি ফেরার চিন্তা আর করতে হবে না দর্শনার্থীদের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement