বিপ্লবচন্দ্র দত্ত, কৃষ্ণনগর: এখনও রাজ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি করোনা (Corona Virus)। পরিস্থিতি বিবেচনা করে সমারোহের সঙ্গে শোভাযাত্রা না করে প্রতীকীভাবে নিয়ম মেনে জগদ্ধাত্রী পুজোর (Jagadhatri Puja 2021) ভাসানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta HC)। কিন্তু সেই নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কৃষ্ণনগরে জগদ্ধাত্রী বিসর্জনে মানুষের ঢল। অধিকাংশের মুখে নেই মাস্ক! যা স্বাভাবিকভাবেই বাড়িয়েছে সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা।
জগদ্ধাত্রী পুজো নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে। সেই মামলার পরিপ্রেক্ষিতে হাই কোর্ট জানায়, বড়সড় শোভাযাত্রা নয়, বিসর্জন প্রতীকী করতে হবে। জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের সময় চন্দননগর বা কৃষ্ণনগরের যে শোভাযাত্রার ছবি দেখা যায়, তা ভয়ংকর। কোভিডবিধি বজায় রাখতে গেলে এ ধরনের শোভাযাত্রায় অনুমতি দেওয়া সম্ভব না। তাতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রবল। তাই প্রতীকীভাবে সব হোক। এই বিষয়ে সবরকম ব্যবস্থা নিক রাজ্য।
কিন্তু রবিবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনে হাই কোর্টের নির্দেশ মানতে দেখা গেল না আমজনতাকে। উলটে নিরঞ্জনে দেখা গেল মানুষের ঢল। দূরত্ববিধি তো দূর, অধিকাংশের মুখেই ছিল না মাস্ক। শুধু তাই নয়, করোনা আবহে কোভিড বিধি মেনে সাংয়ে অর্থাৎ বিশেষ পদ্ধতিতে বিসর্জনের ক্ষেত্রে কঠোরভাবে কোভিডবিধি পালনের নির্দেশ দেওয়া হয়েছিল হাই কোর্টের তরফে। তা-ও পালন করতেও দেখা যায়নি। তবে কৃষ্ণনগরের বিসর্জনের ছবি ভয় ধরালেও, চন্দননগরের ছবিটা ভিন্ন। হাই কোর্টের নির্দেশ মেনে, শুধুমাত্র পুজো কমিটির সদস্যদের নিয়েই প্রতিমা নিরঞ্জন হয়েছে সেখানে।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.